শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৮:৪৯

কে জিতবে এ যুদ্ধে?

কে জিতবে এ যুদ্ধে?

বিনোদন ডেস্ক : যুদ্ধ শুরু হয়ে গিয়েছে সকালেই। কতদিন চলবে তা জানা নেই। ফলাফলও অজানা। কে জিতবে এই যুদ্ধে? মারাঠা সেনাপতির তলোয়ার না কি বাদশাহী বাহিনী! ভাবছেন একুশ শতকে আবার মধ্যযুগীয় যুদ্ধ লাগল কী ভাবে! আসলে এই যুদ্ধ একুশ শতকের বাণিজ্যিক যুদ্ধ। বক্স অফিসের যুদ্ধ। এ বার বোধহয় আন্দাজ করতে পারছেন! হ্যাঁ, ‘বাজিরাও মস্তানী’ আর ‘দিলওয়াল’র বক্স অফিসের যুদ্ধের কথা বলছি। এক দিকে রয়েছে মারাঠা সম্রাজ্যের তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক কাহিনী অবলম্বনে গড়ে ওঠা চিত্রনাট্য ‘বাজিরাও মস্তানী’, যেখানে রয়েছেন এক মারাঠা বীর সেনাপতির যুদ্ধ-জীবন এবং দ্বিমুখী প্রেমের রাজকীয় কাহিনী। অন্য দিকে, বলিউড বাদশা শাহরুখ খান এবং তার ‘বলিউডি বেগম’ কাজলের প্রেমের গল্প ‘দিলওয়ালে’। তবে কুড়ি বছর আগে মুক্তি পাওয়া যশ রাজ ব্যানারের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র মতো এই গল্পটি নিপাট নির্ভেজাল প্রেমের গল্প মোটেই নয়। এখানেও রাজ (শাহরুখ) আর সিমরন থুরি মিরা (কাজল) দু’জনেই আছেন। সঙ্গে আছেন এ প্রজন্মের বীর (বরুন ধবন) এবং ইশিতা (কৃতি)। কিন্তু এই চিত্রনাট্যের আসল চমক এবং বদল এসেছে এর অ্যাকশনে। কারণ, পরিচালকের নাম যে রোহিত শেট্টি! দু’টি ছবিই বেশ বড় বাজেটের। দু’টি ছবির ক্ষেত্রেই বক্স অফিস এবং দেশের লক্ষ লক্ষ চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। তবে আজ সারাদিন না কাটলে জানা যাবে না প্রথম সাফল্যের আলো কার উপর পড়ল বা কে প্রথম দিনে বেশি টাকা আয় করল। সঞ্জয় লীলা বনশালী আর বাদশার লড়াই আমরা আগেও দেখেছি। মনে আছে ২০০৭ সালের ৯ নভেম্বর একই সঙ্গে মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালীর ‘সাওয়ারিয়া’ আর শাহরুখের ‘ওম শান্তি ওম’। ফলাফল আমাদের সকলেরই জানা। বক্স অফিসের যুদ্ধ সাওয়ারিয়াকে অনেকটাই পেছনে ফেলে বছরের রেকর্ড আয়ের নজির গড়েছিল ‘ওম শান্তি ওম’। এ বারও যুদ্ধটা সেই বনশালী আর শাহরুখের। দু’পক্ষেরই চেষ্টা ছিল যতো বেশি সংখ্যক স্ক্রিনে ছবির মুক্তি নিশ্চিত করা। অবশ্য এখনও জানা যায়নি যে সংখ্যার বিচারে কোন ছবি কতগুলি স্ক্রিনে মুক্তি পেয়েছে। তবে আগাম টিকিট বুকিংয়ের বিচারে ‘বাজিরাও মস্তানী’ আর ‘দিলওয়ালে’— দু’টোরই ফলাফল বেশ ভাল। টক্কর প্রায় সমানে সমানে। তবে দিনের শেষে কী হয় তার জন্য আরও কয়েক ঘণ্টার অপেক্ষা। ইতিহাস বলছে, মারাঠা সেনাপতি বাজিরাও তাঁর জীবনে ৪১টি যুদ্ধের সম্মুখিন হয়েছিলেন এবং উল্লেখযোগ্য ভাবে কোনওটিতেই হারেননি। এক কথায়, অপরাজেয়। একুশ শতকের এই যুদ্ধে বাজিরাও (রণবীর সিংহ) বলিউড বাদশার বিরুদ্ধে জয়লাভ করতে পারেন কী না সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ! ১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে