রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০২:০৩:৫১

বিভিন্ন স্থানে প্রদর্শন বন্ধ দিলওয়ালে ও বাজিরাও মাস্তানি

বিভিন্ন স্থানে প্রদর্শন বন্ধ দিলওয়ালে ও বাজিরাও মাস্তানি

বিনোদন ডেস্ক : কথা ছিল টক্করটা হবে শাহরুখ খানের ‘দিলওয়ালে’র সঙ্গে রণবীর সিংহের ‘বাজিরাও মাস্তানি’র। তবে শনিবারও দু’টি ছবির সঙ্গেই টক্কর হল হিন্দুত্ববাদী সংগঠনগুলির। অবশ্য সংগঠনগুলির বিক্ষোভ সত্ত্বেও প্রথমদিনে ‘দিলওয়ালে’র সংগ্রহ ২১-২২ কোটি টাকা এবং ‘বাজিরাও মাস্তানি’র সংগ্রহ ১০-১২ কোটি টাকা। ভারতে অসহিষ্ণুতা রয়েছে বলে যে মন্তব্য করেছিলেন শাহরুখ, তার ‘প্রমাণ’ দিয়ে শনিবার মধ্যপ্রদেশের কয়েকটি মাল্টিপ্লেক্স এবং বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘দিলওয়ালে’র প্রদর্শন বন্ধ করতে বাধ্য করেন ‘ভারতীয় জনতা যুব মোর্চা’র (বিজেওয়াইএম) সদস্যেরা। আর ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগে পুণেতে ‘বাজিরাও মাস্তানি’র ‘শো’ বন্ধ করে দেয় বিজেপি। ছবি দু’টি র প্রদর্শন বন্ধ করার দাবিতে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাতের বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সদস্যেরা শনিবার দিনভর বিক্ষোভ দেখিয়েছেন। ‘দিলওয়ালে’র টিকিট কেটে টাকা নষ্ট না করার পরামর্শ দিয়েছেন সুরাতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা। সিনেমা না দেখে, তারা সেই টাকায় শনিবার দুঃস্থ শিশুদের ফল বিতরণ করেছেন। মুম্বাইয়ের দাদারে ‘হিন্দু সেনা’র সদস্যেরা ‘শাহরুখ খান মুর্দাবাদ’ বলে স্লোগান দেন। ‘দিলওয়ালে’র প্রদর্শন জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করায় পাঁচ বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। ভোপালে ‘হিন্দু মিত্র মণ্ডল’ এবং ইনদওরে ‘হিন্দু রাষ্ট্র সংগঠনে’র সদস্যেরা ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিজেওয়াইএমে’র এক নেতার কথায়, ‘‘শাহরুখ ভারতকে অসহিষ্ণু দেশ বলে মনে করেন। খামোকা ওর সিনেমা দেখব কেন? শাহরুখের পাকিস্তানে চলে যাওয়া উচিত।’’ বিজেপি সাংসদ মেধা কুলকার্নি ‘বাজিরাও মাস্তানি’ প্রসঙ্গে বলেন, ‘‘ছবির দু’টি গান নিয়ে আপত্তি রয়েছে। মুক্তির আগে ছবিটি কোনও ইতিহাসবিদকে দেখানো উচিত ছিল।’’ তার মতে, ছবিটির প্রচারে এবং গানে যেভাবে বাজিরাও পেশোয়া এবং তার দ্বিতীয় স্ত্রী মাস্তানিকে দেখানো হয়েছে, তাতে পেশোয়াদের সম্মানহানি হয়েছে। ‘বাজিরাও মাস্তানি’র মুক্তির উপরে স্থগিতাদেশের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টে গিয়েছিলেন হেমন্ত পাটিল নামে পুণের এক বাসিন্দা। হাইকোর্ট আবেদনটি শনিবার খারিজ করেছে। ছবিটি বন্ধ করার জন্য বিজেপি’র দাবির সমালোচনা করেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তিনি বলেছেন, ‘‘আপত্তি থাকলে বিজেপি’র সেন্সর বোর্ডের কাছে যাওয়া উচিত ছিল।’’ ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে