রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০২:৩১:৫৭

পর্দা জুড়ে দাপিয়ে বেড়ালো ইতিহাস

পর্দা জুড়ে দাপিয়ে বেড়ালো ইতিহাস

বিনোদন ডেস্ক : একদিকে ইতিহাস। সেই ইতিহাস, যার লিখিত দলিল-দস্তাবেজ রয়েছে বিস্তর। সেই ইতিহাস, যার উপরে গবেষণা চলেছে দিনের পর দিন। অন্য দিকে, সিনেম্যাটিক দাবি। ইতিহাসকে দর্শকদের সামনে সিনেমার মোড়কে পেশ করার প্রয়োজনীয়তা। টানাপো়ড়েনের নিট ফল? স্ক্রিন জুড়ে দাপিয়ে বেড়াল ইতিহাস। আর বিস্ময়ে দর্শকরা চেয়ে রইলেন এক মহাকাব্যের দিকে। সঞ্জয় লীলা বনশালী ইজ ব্যাক। পিরিয়ড ফিল্মের ধারায় নয়া অধ্যায়ের সূত্রপাত। বনশালীর ছবির মিউজিক নিয়ে বরাবরই কিছু বলার থাকে না। ‘‘বাজিরাও মাস্তানি’’-র মিউজিকও বেশ ভাল। ইতিমধ্যেই ‘পিঙ্গা’বা ‘দিওয়ানি মাস্তানি’ গান দু’টি সুপারহিট। অভিনেতাদের সেরাটা বের করে আনতে তার জুড়ি নেই। রণবীর সিংহ নিঃসন্দেহে এ পর্যন্ত তার কেরিয়ারের সেরা অভিনয়টা করে ফেললেন। দেখার পরে কেউ যদি বলেন, এর থেকে ভাল বাজিরাও বলিউডে এখন আর কেউ নেই, তা হলে তাকে দোষারোপ করা ঘোরতর অন্যায় হবে। রণবীর-প্রিয়াঙ্কা বা রণবীর-দীপিকা কেমিস্ট্রি নিয়ে কথা খরচ করা বৃথা। বরং, যেটা চমকে দিয়েছে, তা হল দীপিকা-প্রিয়াঙ্কা কেমিস্ট্রি। ২০১৫ দীপিকার বছর। ‘পিকু’,‘তামাশা’-র পরে এবার ‘বাজিরাও মস্তানি’। প্রিয়াঙ্কার পরিণত অভিনয় ঝাঁ চকচকে প্রাসাদের সর্বশ্রেষ্ঠ কন্ট্রাস্ট। তবে, যে কথা না-বললেই নয়, তা হল অ্যাকশন। এত বড় অ্যাকশন-ক্যানভাস নিয়ে বনশালী এই প্রথম কাজ করলেন। এবং তিনি সফল।‘বাজিরাও মাস্তানি’-র অ্যাকশন-দৃশ্য চমকে দেওয়ার মতো। রণবীরের সঙ্গে যেখানে দীপিকাও সমান তালে পাল্লা দিয়েছেন। অ্যাকশন-ডিরেক্টর শ্যাম কৌশলের আলাদা প্রশংসা প্রাপ্য। ফলে, এই উইকএন্ডে আর অন্য কিছু নয়। এমন নিখুঁত মাস্তানি বলিউডে বহু দিন পরে কেউ করলেন। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে