মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ১২:৫৬:০০

গরু-ছাগল নয়, সাম্প্রদায়িক মানসিকতা কোরবানি দিতে বললেন মীর

গরু-ছাগল নয়, সাম্প্রদায়িক মানসিকতা কোরবানি দিতে বললেন মীর

বিনোদন ডেস্ক : সোমবার পালিত হলো মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহা। লক্ষ লক্ষ মানুষ পৌঁছেছেন হজে। ভারত-বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিমরা সামিল হয়েছেন উৎসবে।

এই ঈদকে কোরবানির ঈদ বলা হয়। এই দিনে সাধারণমত মুসলিমদের কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে। গরু কিংবা ছাগল কুরবানি দিয়ে থাকেন তারা। তবে এদিন এক অন্য বার্তা দিলেন জনপ্রিয় রেডিও জকি ও সঞ্চালক মীর আফসার আলী ওরফে মীর।

এদিন তিনি বার্তা দিয়েছেন, গরু-ছাগল নয়, আসলে মনের খারাপ উদ্দেশ্যেগুলো কুরবানি দেওয়া বা ত্যাগ করাই লক্ষ্য হওয়া উচিৎ এই পবিত্র উৎসবে।

এদিন ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “কুরবানি। পবিত্র দিন। গরু-ছাগল তো আমরা কুরবানি দেবো। প্রতি বারের মতন। ত্যাগের উৎসব বলে কথা।”

তবে আসলে কোন কুরবানির কথা বলে ধর্ম, সেই ব্যাখ্যাই দিয়ে মীর লিখেছেন, “ইগো ত্যাগ করবো কবে? সাম্প্রদায়িক মানসিকতা ত্যাগ করবো কবে? কবে ত্যাগ করবো মিথ্যে অহংকার, মেকী সভ্যতার ছায়া? কবে বাদ দেবো পুত্র ও কন্যা সন্তানের মধ্যে ফারাক করা? কবে ত্যাগ করবো ধর্মের নামে মানুষ মারার নেশা? কবে ত্যাগ করবো অন্যের বিশ্বাসে আঘাত করার বদ অভ্যেস? কবে দেবো এই সব কিছুর কুরবানি?

একদিকে যখন হিন্দু-মুসলিম সংঘাত ও সহিংসতারর খবর উঠে আসে খবরের কাগজের পাতা জুড়ে, তখন উৎসবের দিনে মীরের এই বার্তা অবশ্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশিষ্টজনেরা। কলকাতা ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে