কে এই ভাগ্যবান বাংলাদেশি নায়িকা ইউরোপের টিভি চ্যানেলে?
বিনোদন ডেস্ক : ইউরোপের বিভিন্ন টিভি চ্যানেলে এবার বাংলাদেশের মেয়ে মডেল ও অভিনেতী নওশাবাকে দেখা যাবে। ইউরোক্রস গ্রুপের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনগুলো হচ্ছে ভেজিটেবল বে অব বেঙ্গল, অনলাইন গ্রোসারি শপিং এবং বে অব বেঙ্গল ফিশ।
এই তিনটি নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে নওশাবাকে। নতুন বছরের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলসহ ইউরোপের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। বিজ্ঞাপন তিনটি নির্মাণ করেছেন মুন্তাসির বিপন ও হাবিবুল মুনজির। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে বিজ্ঞাপন তিনটির শুটিং সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। বিজ্ঞাপন তিনটিতে কাজ করা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি খুবই সম্মানিতবোধ করছি যে, আমাকে তিনটি বিজ্ঞাপনেই কাজ করার সুযোগ করে দেয়া হয়েছে। আমি কৃতজ্ঞ পরিচালকদ্বয়ের কাছে। সত্যি বলতে কি আমি সবসময় সেসব কাজই করতে চাই, যেখানে পারিশ্রমিকটা বড় বিষয় না হয়ে শিল্পীর সম্মানের বিষয়টা বড় করে দেখা হয়। ভালো লাগছে এই ভেবে যে, আমার নতুন তিনটি বিজ্ঞাপন ইউরোপের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।’
এদিকে নওশাবা তিনটি চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রগুলো হচ্ছে খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’, এম রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ ও দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। এছাড়া নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। একটি জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ ও অন্যটি সাগর জাহানের ‘মিলার বারান্দা’। ২০০৭ সালে কিসলুর নির্দেশনায় নওশাবা প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি গত বছর ওয়াহিদ তারেকের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেন।
২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ