সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৫:০৭

কান্নায় ভেঙে পড়লেন মিস ওয়ার্ল্ড সুন্দরী

কান্নায় ভেঙে পড়লেন মিস ওয়ার্ল্ড সুন্দরী

বিনোদন ডেস্ক : চীনের জনগণের মানবাধিকার নিয়ে কথা বলায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি কানাডার প্রতিযোগী আনস্তাসিয়া লিনকে। ১৯ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় চীনের পর্যটন শহর সানিয়ায়। চীন সরকারের কাছ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো আমন্ত্রণপত্র না পাওয়ায় চায়না-বংশোদ্ভূত লিন ভিসার জন্য আবেদন করতে পারেননি। এরপরও তিনি পর্যটক হিসেবে হংকং হয়ে সানিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। হংকংয়ে কানাডার নাগরিকদের জন্য সেখানে পৌঁছে ভিসার (এরাইভাল ভিসা) আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু হংকং বিমানবন্দরেও ২৫ বছর বয়সী লিনকে আটকে দেয়া হয়। তাকে চীনে ঢুকতে বাধা দেয়া হয়। চীনা বংশোদ্ভুত মিস কানাডাকে শনিবার মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে হয়েছে টেলিভিশনে। অথচ তার থাকার কথা ছিল চীনের মিস ওয়ার্ল্ডের মঞ্চে। বিশ্বের অন্যসব সুন্দরীদের সঙ্গে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন অ্যানাস্তাসিয়া লিন। চীনে মানবাধিকার লঙ্ঘন চর্চার নিয়ে মুখ খোলেন ২৫ বছরের এ সুন্দরী। এ খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। ১২ বছর আগে মায়ের সঙ্গে কানাডা পাড়ি দেন লিন। এবারের মিস ওয়ার্ল্ডের ফাইনালের আগে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিন বলেন, আমার আমন্ত্রন কখনই আসেনি। গত মাসে যখন তাকে হংকং থেকে চীনের উদ্দেশ্যে যাওয়ার জন্য ফ্লাইটে উঠতে যায়, তখন জানতে পারেন তার নাম চীনে প্রবেশে নিষিদ্ধ। লিন বলেন, চীনা সরকারের জন্য আমার কোনো অস্তিত্বই নেই। আমাকে বলা হয়, কোনো ব্যাখ্যা নেই। আপনি আসতে পারবেন না। কিন্তু ১০ হাজার মাইল দূর থেকেই মিস ওয়ার্ল্ডের মনোযোগ কেড়ে নিয়েছেন লিন। ফাইনালের আগে ডাকা সম্মেলনে তিনি তার ও হুনান প্রদেশে বৃদ্ধ পিতার বিরুদ্ধে হয়রানির ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, আমার পিতাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি আমা]র নিজের দেশের সীমান্তের ভেতরেই নিরাপদবোধ করি না। লিনের পিতা তাকে লিখেছেন, তুমি দেশে না ফিরলেই ভালো। তিনি বলেন, চীনাদের জন্য নিজেদের ইচ্ছা ব্যক্ত করাটা গুরুত্বপূর্ণ। আমাদের উচিত নিজেদের কথা তুলে ধরার জন্য চীনাদের অনুপ্রাণিত করা। লিন জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য মানবাধিকার আইনজীবীর প্রতি আহ্বান জানান। চীনে প্রবেশে লিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি ব্যাপক। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ১১৭ জন সুন্দরীর তালিকায় ছিল না লিন। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে