সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:৪০:৩২

হঠাৎ নিখোঁজ মিঠুন চক্রবর্তীর খোঁজ মিলেছে

হঠাৎ নিখোঁজ মিঠুন চক্রবর্তীর খোঁজ মিলেছে

বিনোদন ডেস্ক : হঠাৎ নিখোঁজ মিঠুন চক্রবর্তীর খোঁজ মিলেছে। ‘বাংলার কোথাও নেই মিঠুন চক্রবর্তী’, ‘অভিমানে সরে গেলেন মিঠুন চক্রবর্তী’ এমন কয়েকটি শিরোনামে সংবাদ প্রকাশ হলে ভক্তদের মাঝে হতাশা সৃষ্টি হয়। তবে সংবাদ মাধ্যমগুলোতে এসব সংবাদ প্রকাশের একটাই কারণ তা হলো, দীর্ঘ সময়জুড়ে মহাগুরুখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী নিখোঁজ ছিলেন। কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে। কিন্তু শেষতক হদিস মিলেছে তার। মিঠুনপুত্র মিমো চক্রবর্তী সম্প্রতি সংবাদমাধ্যম মিররকে জানিয়েছেন, বাবা নিখোঁজ হননি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আড়ালে ছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন। মিমো বলেন, চলতি বছরের শুরু থেকেই বাবা অসুস্থ। মারাত্মক জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বমিও হয়েছিল তার। যে কারণে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় ‘লাক’ ছবির কাজ চলাকালে মাংসপেশীতে ব্যথা পান তিনি। তখন থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়েন তিনি। মিঠুন চক্রবর্তী মাংসপেশীর এ ব্যথা অনুভব করলেও ততটা আমলে নেননি। কিন্তু কয়েক মাস আগে সেটি মারাত্মক আকার ধারণ করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ফিজিওথেরাপি দেয়া হয়। এরপর টানা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশ্য এখনো বেশ সুস্থ তিনি। ব্যথা কমেছে অনকটাই। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। উল্লেখ্য, ১৯৭৬ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘মৃগয়া’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিঠুনের। ছবিটিতে অভিনয়ের কারণে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। এরপর একে একে বলিউডে বহু ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া জাগান মিঠুন। গত কয়েক বছর ধরে কলকাতার বাংলা ছবিতে নিয়মিত অভিনয় করে সফলতা পান তিনি। সর্বশেষ তার অভিনীত ছবি ছিল ‘হিরোগিরি’। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জনপ্রিয় মিঠুন চক্রবর্তী। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে