‘শোকে নয়, উৎসবে মান্না স্মরণ’
বিনোদন ডেস্ক : আগামী পহেলা জানুয়ারি শুরু হচ্ছে ঢাকাই সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়ক মান্না উৎসব ২০১৬'। মান্না ফাউন্ডেশনের আয়োজনে উৎসবটি বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।
এদিকে উৎসব উপলক্ষে সোমবার দুপুরে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলরুমে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, ‘শোকে নয়, উৎসবে হবে মান্না স্মরণ। শুধু আমি নই, বাংলাদেশসহ সারাবিশ্ব মান্না ভক্তরা তাকে এর মধ্য দিয়ে স্মরণ করবে’।
‘মান্না উৎসব ২০১৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি, অপু বিশ্বাস, চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, ফেরদৌস, জায়েদ খানসহ আরো অনেকে।
১৯৬৪ সালের পহেলা বৈশাখ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মেছিলেন মান্না। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যুক্ত হন জনপ্রিয় এই অভিনেতা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
এবারের মান্না উৎসবের স্লোগান হচ্ছে ‘মানুষের অন্তরে বেঁধেছিলে ঘর, মরণের পরে তুমি তাই তো অমর’। আর উৎসবটির পাশে স্পন্সর হিসেবে ভিশন এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে কিউট।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�