বুধবার, ০৯ অক্টোবর, ২০১৯, ১১:৩৯:৪৬

আমরা যখন বুয়েটে পড়েছি তখন ভিসি আমাদের নিজের সন্তানের মতো মনে করতেন: আবুল হায়াত

আমরা যখন বুয়েটে পড়েছি তখন ভিসি আমাদের নিজের সন্তানের মতো মনে করতেন: আবুল হায়াত

বিনোদন ডেস্ক: নির্ম'ম নি'র্যাতনে নি'হত বুয়েট ছাত্র আবরার হ'ত্যাকা'ণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বুয়েট ক্যাম্পাসে এক মানব বন্ধনে বক্তব্য রাখার সময় বুয়েট ভিসির তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার হল রুমের সামনে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওই মানব বন্ধনের আয়োজন করে। বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের ছাত্র ছিলেন আবুল হায়াত। তিনি থাকতেন শেরে বাংলা হলে। যে হলে থাকতেন আবরার ফাহাদ। তাঁর মৃ'ত্যুতে শো'কাহত আবুল হায়াতের মতো সাবেক শিক্ষার্থীরাও। 

আবুল হায়াত বলেন, ‘আমরা যখন বুয়েটে পড়েছি তখন এখানকার পরিবেশ এমন ছিলো না। আমরা যখন আন্দোলন করতাম তখন ভিসি এসে আমাদের সামনে বসে থাকতেন। আমাদের দিকে তাকিয়ে হাসতেন। কারণ তিনি আমাদেরকে নিজের সন্তানের মতো মনে করতেন।’

‘আর আজকের ভিসি। আমার সন্তান মা'রা যাওয়ার খবর শুনে আমি যাবো না সেখানে। ভিসির সন্তান নয় ছাত্ররা। এর চেয়ে অবাক করার ঘটনাতো আর কিছু হতে পারে না।’
‘আপনারা বিশ্বাস করুন, আমার স্ত্রী হাইপারটেনশনের রোগী। কালকে থেকে প্রায় বিছানায় পড়ে আছেন। তিনি বলছেন, এই ছেলেটা তো আমাদেরও ছেলে হতে পারতো। এই ছেলেদের সাথে তো তুমি সেদিন অনুষ্ঠান করে আসলে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে