দিলওয়ালের দাপটে কোণঠাসা বাজিরাও
বিনোদন ডেস্ক : গেল ১৮ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে আলোচিত ছবি ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’। ছবি দু’টি নিয়ে জল্পনা কল্পনাও কম ছিল না। অনেকেই মনে করেছিলেন, সেয়ানে সেয়ানে টক্কর হবে দু’ ছবির মধ্যে। কিন্তু না। মুক্তির পর ‘দিলওয়ালে’র দাপটে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে ‘বাজিরাও মাস্তানি’।
শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে’ এবং অন্যটি রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি!
এদিকে মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে এক চেটিয়া দাপট দেখিয়ে যাচ্ছে ‘দিলওয়ালে’। আর ‘দিলওয়ালে’র এমন দাপটে ‘বাজিরাও মাস্তানি’ অনেকটা কোনঠাসা।
সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ দ্বিতীয় দিনের বক্স অফিস সম্পর্কে জানান যে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ‘দিলওয়ালে’ তার দাপট অব্যাহত রেখেছে। প্রথম দিনে একুশ কোটি রুপি অর্জনের পর মুক্তির দ্বিতীয় দিনেও ছবিটি আয় করেছে বিশ কোটি রুপি। দুই দিনে ‘দিলওয়ালে’র আয় দাঁড়ালো ৪১ কোটি রুপিতে।
চলতি বছরে মুক্তির প্রথম দিনে আয় করা ছবির তালিকায় ৩ নম্বরে জায়গা পেয়েছে শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’। অন্যদিকে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি প্রথম দিনে আয়ের দিক থেকে আছে ১০ নম্বরে। মুক্তির প্রথম দিনে শাহরুখ-কাজলের ছবি ‘দিলওয়ালে’ আয় করেছিল মাত্র ২১.৫৪ কোটি রুপি। ছবির বাজেট ১৩০ কোটি রুপি। অন্যদিকে বাজিরাও মাস্তানির অবস্থা প্রথম দিনে১১ কোটি রুপি হলেও দ্বিতীয় দিনে এসে আয় করেছে ১৬ কোটি রুপি। ছবিটি নির্মাণে খরচ হয়েছে ১২০ কোটি রুপি।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�