মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৭:২৯

নির্বাচনী মাঠে এবার শমী কায়সার

নির্বাচনী মাঠে এবার শমী কায়সার

দিনাজপুর প্রতিনিধি : পৌর নির্বাচনী মাঠে এবার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুলের প্রচারণায় নেমেছেন তিনি। মঙ্গলবার দুপুর ৩টার দিকে বীরগঞ্জের পুরাতন শহীদ মিনার মোড়ে এক পথসভা করেন তিনি। পথসভায় শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে নির্মমভাবে হত্যার বর্ণনা দিয়ে শমী কায়সার বলেন, আমার বাবাকে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আমার বাবাকে হারিয়েছি। বাবা নেই, কিন্তু স্বপ্ন দেখি আপনাদের নিয়ে। বাবা নেই আপনারাতো আছেন। আমি আপনাদের কন্যা। তিনি বলেন, শহীদ পরিবারের কন্যা হিসেবে আপনাদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন, নৌকা মার্কা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ মুহূর্তে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাসী ও জঙ্গিবাদের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক আমেনা কোহিনুর আলম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন প্রমুখ। পথসভায় আওয়ামী লীগ মনোনিত পৌরসভার মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুলের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তারা। ২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে