মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১০:০৯:৫৬

যে ১১টি কারণে ‘দিলওয়ালে’ দেখবেন

যে ১১টি কারণে ‘দিলওয়ালে’ দেখবেন

বিনোদন ডেস্ক : এগারোটা নয়, একশ' একটা নয়, হাজার একটাও নয়। ‘দিলওয়ালে’ সিনেমাটি দেখার মাত্র একটাই কারণ থাকতে পারে। আর সে কারণটিই হলো শাহরুখ খান এবং কাজলের এক সাথে অভিনয়। তবু ছবি-জুড়ে ছড়িয়ে রয়েছে এমন কিছু, যা অনায়াসে আবর্তিত হয়েছে শাহরুখ-কাজল ভরকেন্দ্রকে ঘিরে। তেমনই ১১টি কারণ তুলে ধরা হলো : ‘দিলওয়ালে’-র দেখারন প্রধান কারণই হলেন শাহরুখ খান। বলার অপেক্ষা রাখেনা শাহরুখ-কাজল জুটিই যে এই ছবি দেখার প্রথম এবং সর্ববৃহৎ কারণ। এ সেই রসায়ন, যার ফ্রেমে সময়ের ধুলো পড়ে না বিন্দুমাত্র। অ্যাকশনে পাটাপাটি। রোহিত শেট্টির ছবি মানেই স্টান্ট-এর পাটাপাটি ইমেজ। কিন্তু এই পঞ্চাশেও শাহরুখ খান এমন বিস্ফোরণ ঘটাতে পারেন, কে ভেবেছিল? শাহরুখ বোধহয় এই কারণেই ‘কিং’। সেই রোম্যান্স। যশ চোপড়া, আদিত্য চোপড়ার কাছ থেকে শুধু শাহরুখ-কাজলই ‘ধার’ নিয়েছেন রোহিত শেট্টি। কিন্তু দু’জনের রোম্যান্সকে ডেলে সাজিয়েছেন নিজের ছকে। নিট ফল, নস্ট্যালজিয়ার আধুনিকীকরণ। সপরিবারে ও সবান্ধবে। বুদ্ধিদীপ্ত কমেডি, সরল গল্প, অ্যাকশন— এ ছবি পরিবারের সকলের জন্য। বাড়ির ছোট বাচ্ছাটিকে দাদা-দাদির কাছে রেখে আসার প্রয়োজন নেই। গাড়ি-বোঝাই করে আনুন সকলকে। বরুণ-কৃতি। শাহরুখ-কাজলের পাশে ম্লান হয়ে যাওয়ার ঝুঁকি ছিল পুরোদস্তুর। কিন্তু বরুণ ধবন-কৃতি শ্যানন জুটি যেন টাটকা বাতাসের মতোই হয়ে ছিলেন এই ছবিতে। অভিনয় আর চিত্রনাট্যে যা পূর্ণতা পেয়েছে। দৃষ্টিসুখ। ‘দিলওয়ালে’-র শ্যুটিং হয়েছে বুলগেরিয়া এবং আইসল্যান্ডে। লোকেশন দেখলে মনে মনে ভাবতে বাধ্য হবেন, ভাগ্যিস কল্পযাত্রায় পাসপোর্ট লাগে না। নইলে... সুরসাগর। ‘গেরুয়া’ হালফিলের একটি ট্রেন্ড। কিন্তু ‘দিলওয়ালে’-র গানের ইউএসপি হল, প্রতিটি গানই ছবির গল্পের সঙ্গে সম্পৃক্ত। একটি গানও আরোপিত মনে হয় না। জমজমাট গল্প। নিজের আগমার্কা উপাদানগুলি জিইয়ে রেখেই রোহিত শেট্টি এই ছবির গল্প বুনেছেন একেবারে অন্য খাতে। টানটান গল্প এই ছবির অন্যতম আকর্ষণ। জনি লিভার এবং....। ছবি দেখার পরে যদি পেটে ব্যথা হয় এবং তার কারণ যদি হয় হাসি, তাহলে কাঠগড়ায় প্রথম ব্যক্তিটির নাম নিঃসন্দেহে জনি লিভার। দোসর সঞ্জয় মিশ্র। বাকিটা অনুমেয়। ভাইজান। শাহরুখ-বরুণ কেমিস্ট্রি, ভাই-ভাই আবেগ ‘দিলওয়ালে’-কে আলাদা মাত্রা দিয়েছে। শাহরুখের পাশে চুটিয়ে অভিনয় করেতে দেখা গিয়েছে বরুণকে। পোশাক। এই ছবিতে রোহিত শেট্টির রুচির প্ররিচয় পায়া গিয়েছে বলা চলে। প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে নিজের মতো করে পোশা পরিয়েছেন তিনি। এক কথায় বলাচলে চরিত্রের প্রয়োজনে যে খানে যা কিছু প্রয়োজন তাই করেছেন তিনি। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে