বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:০১:৩৯

বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে রজনীকান্ত

বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে রজনীকান্ত

বিনোদন ডেস্ক: এবারে রজনী-ঝলকে চোখ কপালে উঠতে চলেছে উপমহাদেশের সিনেমা-প্রেমীদের। 'বাহুবলি'-র সেট ও স্পেশাল এফেক্ট দেখে যদি বিষ্ময় লাগে, তাহলে রজনীকান্তের আগামী ছবিতে দর্শকদের আরো তাক লাগিয়ে দেবে বলে ধারণা করছে সবাই। তামিল সুপারস্টারের 'রোবোট‌'-এর সিক্যুয়েল আসছে। রোবোট টু-এর বিশেষত্ব হল, ছবিটি তৈরি করতে খরচ করা হচ্ছে ৩৫০ কোটি রুপী। হ্যাঁ, এটাই ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের ছবি, যদি এসএস রাজামৌলি 'বাহুবলি টু' এই বাজেটকে ছাপিয়ে, না যায়। রজনীকান্তের 'রোবোট টু'-এ রজনীর কো-অ্যাক্টর হিসেবে অফার দেওয়া হয়েছিল হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়ার্জনেগারকে। কিন্তু আর্নল্ড রাজি হননি। তাই তার জায়গায় থাকছেন অক্ষয় কুমার। সম্প্রতি চেন্নাইয়ে ছবির কলাকুশলীরা একটি সাংবাদিক বৈঠকে জানান, আর্নল্ড ছবিটি নিয়ে খুবই উত্‍‌সাহী ছিলেন। কিন্তু তার পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেয়। আর্নল্ড 'রোবোট টু'-এর জন্য ১২০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা ওতো টাকা দিতে রাজি নয়। তাই অক্ষয়কেই অফার দেওয়া হয়। 'রোবোট টু'-এর ভিস্যুয়াল এফেক্টের দায়িত্বে রয়েছেন শ্রীনিবাস মোহন। 'বাহুবলি'-তেও শ্রীনিবাস মোহন-ই কাজ করেছিলেন। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। সব মিলিয়ে বিগ বাজেটের রজনী-স্টাইল এবং ভারতের সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে