বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৯:২৩

বর্ষসেরা ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’

বর্ষসেরা ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’

বিনোদন ডেস্ক : চলতি বছরের আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ এবার পেল সেরা ছবির স্বীকৃতি। বলিউড সুপারস্টার সালমান খান অভিনীতি এই ছবিটি স্টারডাস্ট অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার লাভ করেছে। এ ছাড়াও ছবিটি আরো দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। এর মধ্যে ছবির নির্মাতা কবির খান বর্ষসেরা পরিচালকের খ্যাতি কুড়িয়েছেন। অন্যদিকে সেরা শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন হারশালি মালহোত্রা তথা মুন্নী। সদ্য ঘোষিত স্টারডাস্ট অ্যাওয়ার্ডসের এবারের আসরে যৌথভাবে বর্ষসেরা অভিনেতা হয়েছেন অমিতাভ বচ্চন (শামিতাভ) ও অক্ষয় কুমার (বেবি)। অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন 'জাজবা'র জন্য বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন। এদিকে এবারের আসরে তিনটি পুরস্কার পেয়েছেন সালমান খান প্রযোজিত 'হিরো'। এর নায়ক-নায়িকা সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেঠি হয়েছেন যথাক্রমে সেরা নবাগত অভিনেতা ও সেরা নবাগতা অভিনেত্রী। ছবিটির 'ম্যায় হু হিরো তেরা' গানের জন্য সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন আরমান মালিক। সালমানের আরেক ছবি 'প্রেম রতন ধন পায়ো'র শিরোনাম-গান গাওয়ার জন্য সেরা গায়িকা হয়েছেন পলক মুচ্ছাল। স্টাইল আইকন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন পরিণীতি চোপড়া। অন্য বিজয়ীরা হলেন- সেরা গীতিকার বরুণ গ্রোভার (তু কিসি রেইল সি, মাসান), সেরা সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদি (শানদার, বোম্বে ভেলভেট), সেরা নৃত্য পরিচালক রেমো ডি'সুজা ও সেরা কৌতুক অভিনেতা কার্তিক আরিয়ান (পেয়ার কা পাঞ্চনামা টু)। তাছাড়া সেরা গানের অ্যালবাম নির্বাচিত হয়েছে 'রয়' (টি-সিরিজ)। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে