বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৯:২২

এক শিল্পীর নিরাপত্তায় ৩৪০ পুলিশ!

এক শিল্পীর নিরাপত্তায় ৩৪০ পুলিশ!

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছিলেন কলকাতার চিত্রনায়িকা শুভশ্রী। এ ঘটনায় নড়েচড়ে বসে পুরো কলকাতা পুলিশ। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুরো মাত্রায় সতর্ক পশ্চিমবঙ্গের পুলিশ। আর তা দেখা গেলো ডুয়ার্সে এক উৎসবে অংশ নিতে যাওয়া মোনালি ঠাকুরকে সাজঘরেও এগিয়ে দিলেন আলিপুরদুয়ারা জেলা পুলিশ। মঙ্গলবার ডুয়ার্স উৎসবে কড়া হাতে মাঠে নেমেছিলেন প্রশাসন। নারী শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে কড়া নজরদারি। আর তা খোদ জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্র নাথ রয়েছে দায়িত্বে। শাসক দলের নেতা কর্মী এবং ডুয়ার্স উৎসবের কর্তা ব্যক্তিদেরও সাজঘরে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। মাঠে প্রায় ৩০০ পুলিশ কর্মী ছাড়াও ছিল প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী। মোনালির জন্য আলাদা করে ছিলেন ৪০ জন নারী পুলিশ ও স্বেচ্ছাসেবী। মোনালি মঞ্চে ওঠার পর পুলিশ সুপার নিজেই বসে থাকলেন সাজঘর আগলে। জানালেন, ‌‘আয়োজকদেরও কাউকে ঢুকতে দিইনি।' কড়াকড়ির জেরে বাগডোগরায় শিল্পীকে আনতে যাওয়ারও ছাড় মেলেনি উদ্যোক্তাদের। পুলিশই গিয়ে তাকে নিয়ে আসে। মোনালিকে অবশ্য শুভশ্রীর ঘটনা নিয়ে প্রশ্ন করলে কাঁধ ঝাঁকিয়ে তিনি জানিয়ে দেন, বিষয়টাই জানা নেই তার। অনুষ্ঠান শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, ‘ফালাকাটার ঘটনার পর পুলিশ কর্তাদের আমিই বলেছিলাম কড়া হতে। এ ছাড়া উপায় ছিল না।’ ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে