বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৭:০৭

আবারও বিপাকে সালমান!

আবারও বিপাকে সালমান!

বিনোদন ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর ৫০ তম জন্মদিন হাতছানি দিচ্ছে বলিউড ভাইজানকে। এ নিয়ে ভক্ত ও পরিবারের মাঝে আনন্দের শেষ নেই। সেই সাথে বাড়তি আনন্দ যোগ হয়েছিল আলোচিত ‘হিট এন্ড রান’ মামলা থেকে খালাস পাওয়া। এদিকে এত আনন্দ যখন ভাইজানকে ঘিরে। তখন আবারও দুঃসংবাদ এসে কড়া নাড়ল। যা ভাইজানের সকল আনন্দেই যেন ফিঁকে করে দিল। অর্থাৎ মামলা থেকে রেহায় পেয়ে স্বস্তির শ্বাস ফেলার সুযোগই পেলেন না সালমান খান। হিট অ্যান্ড রান মামলায় বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। হাইকোর্ট সালমানকে বেকসুর রেহাই দিয়েছিল। বুধবার মহারাষ্ট্র সরকারের তরফে হাইকোর্টকে জানানো হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হবে। গত ১০ ডিসেম্বর সালমান খানকে বেকসুর মুক্তি দিয়েছিল বম্বে হাইকোর্ট। আদালত জানায়, সালমানের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে