বলিউড পেল আরেক বাদশা
বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা হিসেবে সকলেই জানে শাহরুখ খানের কাথা। তিনি একাই সামনে থেকে বলিউডের হাল ধরে নিয়ে যাচ্ছেন বাদশাহি আমেজে। এবার তার বাদশাহিতে ভাগ বসালেন বলিউডের আরেক হিরো। তবে কে এই নতুন বাদশা? জানা গেল, মাস্তিজাদের পরিচালক বলিউডের এই কমেডি হিরোকে ‘বলিউডের কমেডি কিং’ ঘোষনা দিয়েছেন। রীতেশ দেশমুখকে অনেকেই বলে থাকেন আধুনিক বলিউডের কমেডিয়ান রাজপুত্র। তা ২০০৩ থেকে শুরু হওয়া বলিউডে রীতেশের ক্যারিয়ারে ফিল্মোগ্রাফির দিকে নজর দিলেই বোঝা যায়, তার হিট সিনেমার বেশিরভাগটাই এসেছে লোক হাসিয়ে। কিন্তু রীতেশকে এবার নতুন মুকুট পরালেন 'মস্তিজাদে'-র পরিচালক মিলাপ জাভেরি। মস্তিজাদে-তে না থাকলেও জাভেরি বললেন, বলিউড কিং অফ কমেডি হল রীতেশই। মিলাপের কমেডি সিনেমা 'মস্তিজাদে'-তে রীতেশ না থাকলেও তাকে সেরা বাছার কারণ হিসেবে কিছু যুক্তি দিয়েছেন। মিলাপ বলেছেন, 'কমেডি-তে অভিনয় করা বেশ কঠিন কাজ। এখানে শুধু সংলাপ বলে দিলেই কাজ শেষ হয়ে যায় না। দরকার হয় সঠিক বডি ল্যাঙ্গুয়েজ, আর নিজস্ব কোনও কায়দার। সেসব দিকে একেবারে সেরা কাজটা করে রীতেশ।'
'গ্র্যান্ডমস্তি'-তে রীতেশের অভিনয়ের প্রশংসা করেন জাভেরি। ২০১৬ সালে রীতেশের পরবর্তী কমেডি 'গ্রেট গ্র্যান্ড মস্তি' রিলিজ করবে। রীতেশকে কমেডি সিনেমার রাজার আসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন শুধু আফতাব শিবদাসানি আর তুষার কাপুর। কিন্তু দুজনের কেউই রীতেশর মত নিজেদের অভিনয়কে আলাদা মাত্রায় নিয়ে যেতে পারেননি।
এদিকে, মস্তিজাদের পরিচালক মিলাপ জাভেরি বলেছেন, তার সিনেমায় কোনও দৃশ্য কেটে দেয়নি সেন্সর বোর্ড।
২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�