দিল ভাঙলো ‘দিলওয়ালে’
বিনোদন ডেস্ক : দিলওয়ালে ছিনেমাটি রিলিজের পূর্বেই এই সিনেমাটিকে নিয়ে শুরু হয়েছিল নানান আলোচনা। কিন্তু এবার সেই অালোচনার মাঝে কিছুটা হলেও নতুন মাত্রা যোগ হয়েছে। দিলওয়ালে জ্বরে নাকি ভুগছিল দুনিয়া? কিন্তু রিলিজের পর যে এমন এপিডেমিক হবে, সেটা বোধহয় বাদশারও বোধগম্য হয়নি। প্রচুর প্রোমোশন, প্রায় সব চ্যানেলের সব খবরে সব নন-ফিকশনে, সব ফিকশনে কেকের-আগায়-চেরী স্টাইলে উপস্থিত শাহরুখ-কাজল জুটি। কলকাতা শাহরুখ খানের জান, শুক্রবার প্রতিটি শো হাউসফুল। এমন ঢল নেমেছিল হলে, যে পিঁপড়েও ঢুকতে পারবে না! সবাই জোড়ায় জোড়ায়, যেন ভ্যালেন্টাইনস ডের প্রিপারেশন নিচ্ছে। জানা গেল প্রোপোজ করার পর পাঁচ মিনিটে প্রেম নিবেদন করবার কায়দা (নকল করে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে যাবেন না, এটি বাস্তবে শুট করতে কম করে ৪৮ ঘণ্টা লেগেছে) জানা গেল, দুটি বিছড়ে যাওয়া দিলকে বার বার জোড়া দেওয়ার জন্যে আরও দুটি চরিত্র আমদানী করতে হয়, যারা আসলে ভাই আর বোন। মানে নায়কের ভাই আর নায়িকার বোন। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
বরুণ ধাওয়ান আর কৃতি শ্যানন। এমন দুই চরিত্র, যারা যেমনই অ্যাক্টিং করুক, শাহরুখ কাজলের পাশে যেন লাগে মিয়োনো চানাচুর। কেঁদে কঁকিয়েও হাড়িকাঠে গলা দিলেন করণ জোহরের প্রিয়পাত্র বরুণ। কে জানে কয়ঘণ্টার ছবি, হাফটাইমে জোড়ায় জোড়ায় সবাইকে ওয়াশরুম যেতে দেখে মনে হল, ওফ সবে ইন্টারভ্যাল। যারা দিলওয়ালে আর দুলহনিয়ার প্রেম দেখতে এসেছিলেন, তারা শুধু আহত বললে ভুল হবে। একেবারে কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা। যেন হল মুখিদের দিল ভাঙলো দিলওয়ালে। এ ঘটনর পর যেটুকু আস্ত ছিল তারও ওপর পড়ল জনি লিভার আর বোমান ইরানির লবন-মরিচ। ওরে বাবারে! কী চুলকুনিরে। তবে হ্যাঁ, একজনকে অবশ্যই মাথা থেকে কেপ খুলে সেলাম জানাতে হয়। যে-ভদ্রলোক ক্যামেরার পেছনে টুপি পরে বসে অনবরত অ্যাকশন-কাট বলে গেছেন। যেকোনও কাহিনিকেই তিনি এমন অলিগলিচলিলাম করে আগডুম-বাগডুম করে ফেলেন কোন জাদুমন্ত্রে, সে রহস্য একবার জানতেই হয়!
জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বোঝে দিলওয়ালে-তে যিনি জান দিলেন, তার নামটা কিন্তু কোত্থাও নেওয়া হল না, আব্বুলিশ। বলিউডকে এত দিয়েও কপালে যার কপিক্যাট-ই জোটে। প্রিতম চত্রবর্তী। জনম জনম থেকে গেরুয়া, গানেই এমন ইমোশন দিয়েছেন যা হৃদয়ে নিয়ে ঘরে ফেরা যায়, সিন্দুকে তুলে রাখা যায়। দিলওয়ালে-র সেরা দিলওয়ালে তিনিই।
২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�