বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০২:০৯:১৪

ধর্মীয় অসহিষ্ণুতা: প্রভাব পড়েছে 'দিলওয়ালে' ব্যবসায়!

ধর্মীয় অসহিষ্ণুতা: প্রভাব পড়েছে 'দিলওয়ালে' ব্যবসায়!

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৫ বছর পর পর্দায় ফিরেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। তাই ‘দিলওয়ালে’ নিয়ে দর্শকদের মধ্য আর্কষন ছিল দেখার মতই। ১৮ নভেম্বর মুক্তি পেয়ে বছর শেষটা ভালোই মাতিয়ে রাখছে ‘দিলওয়ালে’। তিন দিনে বিশ্বজুড়ে ১২১ কোটি রুপি আয়ের পরও মূলধন উঠিয়ে নিতে পারেনি শত কোটির বেশি বাজেটের সিনেমাটি। পরিচালক রোহিত শেঠির দাবি, ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্য নিয়ে বিতর্ক না ছড়ালে আরো ভালো হতে পারতো ‘দিলওয়ালে’র ব্যবসা। গত নভেম্বরে জন্মদিনের এক পার্টিতে ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা বাড়ছে বলে মন্তব্য করেন শাহরুখ। এই মন্তব্যের কারণে 'পাকিস্তানি এজেন্ট' বলে বলিউডের কিং খানকে অভিহীত করে বিভিন্ন নেতা ও সংগঠন। শাহরুখের নতুন সিনেমা 'দিলওয়ালে'র মুক্তি ঠেকাতে ভারতের বিভিন্ন স্থানে মিছিল করে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তাদের প্রতিবাদের মুখে কয়েকটি এলাকায় ‘দিলওয়ালে’র প্রদর্শনী বন্ধ করা হয়। ‘দিলওয়ালে’র ব্যবসার ব্যাপারে অনুশোচনা থাকলেও নিজের মন্তব্য নিয়ে ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইতে রাজি হননি শাহরুখ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আবারও বলেন, তার মন্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। শাহরুখ বলেন, এখন আমার খুব খারাপ লাগছে, কারণ মানুষ আমার বক্তব্য বুঝতে পারেনি। আমি শুধু চাই সবাই সিনেমাটি দেখুক। আমি কি বলেছি তা নিয়ে না ভেবে সিনেমাটি উপভোগ করুন।" তিনি সেই আরো বলেন, "আমি ক্ষমা চাই যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকে। কিন্তু আমার জন্য সিনেমাটি দেখা থেকে বিরত থাকবেন না। আমি ছাড়া আরো শত শত কলাকুশলী মনপ্রাণ ঢেলে এই সিনেমাতে কাজ করেছেন।" অনেকে মনে করছেন, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার খেসারত এখনও দিতে হচ্ছে শাহরুখ খানকে। তাদের দাবী, তার নতুন সিনেমা ‘দিলওয়ালে’র ব্যবসায় এই ঘটনার বিরূপ প্রভাব পড়ছে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে