বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৮:১৫

মোটেই ক্ষমা চাইবেন না শাহরুখ

মোটেই ক্ষমা চাইবেন না শাহরুখ

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে৷ তবে যা বলেছেন তার জন্য মোটেই ক্ষমা চাইতে রাজি নন কিং খান৷ মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে তিনি সাফ জানিয়ে দেন, ২৫ বছর ধরে খ্যাতির শিখরে থাকার পর আজ আর তার নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই৷ সম্প্রতি অসহিষ্ণুতা নিয়ে তার মন্তব্যের জন্য ভারতজুড়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন শাহরুখ৷ মুম্বইয়ে নিজের জন্মদিনে তিনি বলেন, 'দেশে চরম অসহিষ্ণুতা চলছে৷' তার এই মন্তব্যের প্রেক্ষিতে একাধিক বিজেপি নেতা ও সাংসদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি৷ বিরোধী দলগুলি শাহরুখের পাশে দাঁড়ালেও দেশের প্রধান শাসক দলের বিরাগভাজন হয়ে পড়েন তিনি৷ সম্প্রতি তার ছবি 'দিলওয়ালে' মুক্তি পাওয়ার পর ভারতের নানা জায়গায় তার প্রদর্শনে বাধা দেয় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন৷ তা সত্ত্বেও তিনি যে নিজের অবস্থান থেকে একচুলও সরে আসবেন না তা মনে করিয়ে দিয়েছেন শাহরুখ৷ এ দিন শহরে 'দিলওয়ালে' ছবির নায়িকা কাজলকে পাশে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক পাঁচ তারা হোটেলে সাংবাদিক বৈঠক করেন শাহরুখ৷ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তাঁর কথার যে ভাবে ভুল ব্যাখ্যা করা হয় তাতে নিজের ক্ষোভ গোপন করেননি তিনি৷ তার কথায়, 'আমি এমন কথা বলিনি যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে৷ সেটা করলে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব৷' বিতর্কের ঝড়ের মধ্যে নিজের অবস্থানকে ছুরি চালানোর মতো বিশ্লেষণ করে তিনি বলেন, 'আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমার দেশের মানুষের জন্য৷ আমার মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়া আর হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ পাচ্ছি৷ একজন অভিনেতা হিসেবে বলতে চাই গত ২৫ বছর ধরে জাতি-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটা কোণ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমি৷ এই ভালোবাসার প্রত্যুত্তর আমি এক ভাবেই দিতে পারি - আমার কাজের মাধ্যমে৷' সম্প্রতি মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানে 'দিলওয়ালে'র প্রদর্শনকে কেন্দ্র করে গোলমাল হয়৷ সেই প্রেক্ষিতে শাহরুখ বলেন, 'আমার ছবি অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে বা তেমন ভাবে চলতে দেওয়া হয়নি৷ সে জন্য ব্যবসার ক্ষতি হয়েছে৷ কিন্ত্ত সেটা বড় কথা নয়৷ ক'টা সিমেনা হলে চালানো হল না সেটা আমি জানতে চাই না৷ দুঃখের বিষয়টা হল এত পরিশ্রমে বানানো ছবিটা দর্শক ঠিকমতো দেখতে পেলেন না৷ বছরে মোটে দু'টো ছবি বানাই৷ তাই ঠিকঠাক মুক্তি না পাওয়াটা বা যেমন রেসপন্স হওয়া উচিত সেটা না আসাটা আমার, আমার কোম্পানি, আমার টিম, আমার বন্ধুদের কাছে অত্যন্ত দুঃখজনক৷'সম্প্রতি অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুলে বিতর্কে ঝড় তুলেছিলেন আমির খান৷ শাহরুখ সরাসরি সে প্রসঙ্গ না টেনেও বলেন, 'আমার সব চেয়ে বেশি কষ্ট হয় যখন আমার কাজ মানুষের কাছে পৌঁছয় না৷ আমার অনেক কথার অপব্যাখ্যাও করা হয়৷ সে দিন দেখলাম আমার নামে ভুল টুইট করা হয়েছে৷ আর একদিন দেখি একটা খবরে আমাকে এমন একজনের সঙ্গে জড়ানো হয়েছে যে আমাদের দেশের শত্রু৷ এই বয়সে পৌঁছে এবং এই জায়গায় এসে আমি এ সব কথার ব্যাখ্যা দিতে চাই না৷ নিজেকে প্রমাণ করার কোনও দায় আর আমার নেই৷ কারণ আমি জানি আমিই আমার দেশের প্রতিনিধি৷' সূত্র : এই সময় ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে