বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩২:২১

ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে শুরু হয় অনন্ত জলিলের দিন

ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে শুরু হয় অনন্ত জলিলের দিন

বিনোদন ডেস্ক : ‘অসম্ভবকেই সম্ভব করা অনন্ত জলিলের কাজ’ -সম্ভবত অনন্ত জলিলের এই সংলাপটিই সব থেকে বেশি জনপ্রিয়। তবে মানুষটিও কিন্তু কম জনপ্রিয় নন বাংলাদেশের মিডিয়াাঙ্গনে। চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ডেও তার জুড়ি নেই। সব মিলিয়েই বেশ গুছানো একটি জীবন তার। বাংলাদেশে এই সুপারস্টার চলেনও বেশ রুটিন মেনে। ধর্মভীরু অনন্ত জলিল কখনোই রুটিনের হেরফের করেন না। সব কাজ তার নিয়মের মধ্যেই হতে হবে। অনন্ত জলিল জানান, তিনি শতভাগ বাঙালি। আর দশজন বাঙালির মতো তার জীবনযাপন। দেশ টিভির এক অনুষ্ঠানে তিনি জানান, রাত সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে দিন শুরু করেন। গজল তার খুব পছন্দ। বই তেমনটা পড়া হয় না। অবসর পেলে ধর্মীয় বই পড়েন। বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলেন। স্ত্রী বর্ষা (চিত্রনায়িকা) তার জন্য খাবার প্রস্তুত করেন। বাইরে বের হওয়ার আগে বর্ষা তার রান্না করা খাবার সঙ্গে দিয়ে দেন। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে