বিনোদন ডেস্ক : একটি সিনেমা বানাতে কতটা শ্রম আর ঘাম ঝড়াতে হয়, তা কেবল একজন নির্মাতাই জানেন। শুধু শ্রম আর ঘাম কেন? অনেক সময় অনেক সখের জিনিসও ত্যাগ করতে হয় সিনেমা নির্মাণের জন্য। তা আবারও সামনে এলো নির্মাতা অনন্য মামুনের সখের গাড়ি বিক্রির মাধ্যমে।
সম্প্রতি তিনি তার নতুন ছবি ‘অস্তিত্ব’র জন্য তার সখের গাড়িটিও বিক্রি করে দিয়েছেন। ছবিটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে জুটি বেঁধে কাজ করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘পাগল না হলে নাকি কেউ সিনেমা বানায় না। কথাটা আমি কোনো দিন বিশ্বাস করতাম না।
আজ করলাম। কারণ আমি যখন গল্প লেখক ছিলাম (২০০৮) তখন এ গাড়িটি কিনেছিলাম। জীবনে অনেক সমস্যা গেছে কোনো দিন গাড়ি বিক্রয় করি নাই। অস্তিত্ব সিনেমার জন্য আজ তাও বিক্রি করলাম।’ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। এতে শুভ তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন, সুব্রত, সুজাতা, জোভান, সৌমি, বাদল, ডন প্রমুখ।
২০০৬ সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথি হবে সিনেমার কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্য মামুন। অনন্য মামুন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’। এরপর তিনি কলকাতার পরিচালক অশোক পতির সঙ্গে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাটি নির্মাণ করে আলোচনায় আসেন। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন