শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৮:২৯

ধ'র্ষ'কদের এ'নকা'উ'ন্টার করায় হায়দ্রাবাদ পুলিশের প্রশংসায় নুসরাত-মিমি

ধ'র্ষ'কদের এ'নকা'উ'ন্টার করায় হায়দ্রাবাদ পুলিশের প্রশংসায় নুসরাত-মিমি

বিনোদন ডেস্ক : তেলেঙ্গানা ধ'র্ষ'ণ কাণ্ডে প্রধান চার অভিযুক্তর এনকাউন্টারে মৃ'ত্যুতে উচ্ছ্বসিত অধিকাংশ ভারতবাসী। হায়দ্রাবাদ পুলিশকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা৷ পুলিশ কমিশনার ভি এস সজ্জনার স্তুতিতে মুখর হয়েছেন সাধারণ মানুষ। 

পুলিশকে কুর্ণিশ জানাতে পিছিয়ে ছিল না বাংলার চলচ্চিত্র জগতও৷ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান টুইটারে লিখেছেন, ‘শেষপর্যন্ত বিচার হল, আইন-বিচার ব্যবস্থার কাউকে না কাউকে তো বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিতেই হবে। সকলে প্রতিবা'দে গর্জে উঠেছেন। অ'প'রা'ধীর বেঁচে থাকার অধিকার নেই।’

তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, ‘অবশেষে তোমার আত্মা শান্তি পেল। এনকাউন্টারের পর হায়দ্রাবাদ পুলিশকে নিয়ে সেখানকার বাসিন্দাদের সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ার করেছেন মিমি।’ 

হায়দরাবাদ পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের আরও এক সাংসদ অভিনেতা দেব৷ তবে পুলিশের ভূমিকা প্রশংসার যোগ্য বললেও এ'নকা'উ'ন্টারের ঘটনায় খানিকটা স'ন্দে'হ প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, ‘পুলিশের ঘে'রাটো'প থেকে অত ভোরে অভিযুক্তরা কীভাবে পালানোর চেষ্টা করছিল সেটা বুঝলাম না, তবে পুলিস যেটা করেছে তা সত্যিই প্রশংসনীয়।’

গত ২৭ নভেম্বর হায়দরাবাদের সামশাবাদ এলাকায় তরুণী চিকিৎসককে গ'ণধ'র্ষ'ণ করে খু'ন করা হয়। শুক্রবার ভোরে অ'ভিযু'ক্ত চার জন পালানোর চে'ষ্টা করলে এ'নকা'উ'ন্টা'রে তাদের মৃ'ত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, সে সময় তাদের অ'স্ত্র ছি'নি'য়ে পালানোর চেষ্টা করে অ'ভি'যু'ক্তেরা। আ'ত্মর'ক্ষা'র্থে তাদের গু'লি করে মা'রা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে