বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৬:১৫

'মুসলিমবিরো'ধী' নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে বলিউড গায়কের দিল্লির অনুষ্ঠান বর্জন

'মুসলিমবিরো'ধী' নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে বলিউড গায়কের দিল্লির অনুষ্ঠান বর্জন

বিনোদন ডেস্ক : ভারতের সংসদে 'মুসলিমবিরো'ধী' নাগরিকত্ব বিল ঘিরে তার নিজের রাজ্য আসাম জ্ব'ল'ছে, আ'গু'নে পু'ড়ছে গুয়াহাটি। এই পরিস্থিতিতে সপ্তাহান্তে দিল্লির অনুষ্ঠান ব'র্জ'ন করলেন জনপ্রিয় গায়ক অঙ্গরাগ মহন্ত ওরফে পাপন। দিল্লির ইম্পারফেক্টো শোরে শুক্রবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এই বিষয়ে বলতে গিয়ে পাপনের গলায় ঝ'রে পড়ে একরাশ আ'ক্ষে'প। তিনি বলেন, 'আসাম জ্ব'ল'ছে, কা'র্ফু'র না'গপা'শে কাঁদছে আমার নিজের শহর।' বৃহস্পতিবার একের পরে এক টুইটে পাপন নিজের অনুষ্ঠান বা'তি'লের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, 'প্রিয় দিল্লি, আমি ভীষণ দুঃ'খি'ত। কিন্তু আমি আগামীকাল ইম্পারফেক্টো শোরে অনুষ্ঠান বা'তি'ল করেছি।'

এর পরের টুইটেই তিনি লেখেন, 'যেখানে আমার রাজ্য, আমার শহর দা'উদা'উ করে জ্ব'ল'ছে, কা'র্ফুর না'গপা'শে গু'ম'রে গু'ম'রে কাঁ'দছে সেখানে আমি মনোরঞ্জন দেওয়ার মতও পরিস্থিতিতে থাকতে পারব না।'

এরপরে আরও একটি টুইট করে তিনি লেখেন, 'আমি জানি এটা হয়তো খুব খা'রা'প যে টিকিট কেটে সবাই প্রস্তুত ছিলেন। কিন্তু এই বিষয়ে আমি আশাবাদী অনুষ্ঠানকারীরা ঠিক কোনও পথ বের করে নেবেন। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনওদিন। আমি আশা করব তোমরা আমার অবস্থা বুঝতে পারছ।'

সিএবি নিয়ে আসামে কোনও সংগঠন আন্দোলনের ডাক দেয়নি। তা সত্ত্বেও হাজার হাজার প্র'তিবা'দী যুবক বৃহস্পতিবার পথে নেমে পড়েন, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী। অ'চ'ল হয়ে যায় গুয়াহাটি। রাজধানী দিসপুরের সচিবালয়ের নিরাপত্তা বে'ষ্ট'নী ভে'ঙে ফেলেন প্র'তিবা'দীরা। 

এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা থেকেই গুয়াহাটিতে কা'র্ফু জা'রি করা হয়েছে। ব'ন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট, এসএমএস পরিষেবা। নামানো হয়েছে দু'কলাম সেনা। বঙাইগাঁও এবং ডিব্রুগড়েও দু'কলাম সেনা মোতায়েন করা হয়েছে। গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা অন্যত্র সরানোর কথাও ভাবা হচ্ছে।

আসামে যখন এই অবস্থা, তখন ত্রিপুরায় গত কালের হা'ম'লার জেরে আজ বহু জায়গায় অ-জনজাতিরা পা'ল্টা প্র'তিরো'ধে নামেন। ধলাই জেলার কমলপুরে দু'পক্ষকে হঠাতে পুলিশ ১২ রাউন্ড গু'লি চালায়। মূলত জনজাতি প্রধান জেলাগুলিতে কোথাও লাঠি চালাতে হয়, কোথাও ছুড়তে হয় কাঁদানে গ্যাস। বহু এলাকায় জারি হয় ১৪৪ ধারা। আসাম ও ত্রিপুরার জন্য ৫০ কোম্পানি আধাসামরিক বাহিনী উ'ড়ি'য়ে আনা হয়েছে। কাশ্মীর থেকেই আনা হয়েছে ২০ কোম্পানি।

আসামের পরিস্থিতি প্রবীণদের আসুর ছাত্র-আন্দোলনের দিনগুলি মনে করিয়ে দিচ্ছে। আজ সকাল থেকেই গুয়াহাটির বিভিন্ন রাস্তায় প্র'তিরো'ধ গড়ে তোলেন ছাত্র-যুবরা। রাত পর্যন্ত টায়ার জ্বা'লিয়ে, স্লো'গা'ন দিয়ে বিভিন্ন রাস্তায় অ'বরো'ধ চলছে। 

ফ্যান্সিবাজার, পানবাজার, উলুবাড়ি, গণেশগুড়িতে সকালে দোকানপাট খুললেও পরে সব ব'ন্ধ করে দেওয়া হয়। সব চেয়ে বড় জমায়েত হয় দিসপুরে সচিবালয় তথা 'জনতা ভবন'-এর সামনে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, কটন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভে'ঙে জনতা ভবনে ঢোকার চেষ্টা করে। আ'ক্রা'ন্ত হয় একাধিক বিজেপি নেতার বাড়ি এবং দলীয় দফতরও।

দিসপুর, গণেশগুড়িতে বি'ক্ষো'ভকারীদের হ'ঠাতে পুলিশকে শূন্যে গু'লি চালায়। এবিসি, ডাউন টাউন, জি এস রোডে ব্যারিকেড ভে'ঙে এগোনোর চে'ষ্টা হলে পুলিশ লা'ঠি চালায়, কাঁ'দা'নে গ্যা'স ও স্টান গ্রে'নে'ড ব্যবহার করে। কোথাও কাঁ'দা'নে গ্যা'সের সেল তুলে নি'রাপ'ত্তা বাহিনীর দিকে পাল্টা ছোড়েন বি'ক্ষো'ভকা'রীরা। সন্ধ্যায় দিসপুরে একটি বাসে আ'গু'ন লাগানো হয়। 

এরপরেই গুয়াহাটিতে কা'র্ফু জা'রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। আ'ন্দো'লন ছড়িয়েছে যোরহাট, গোলাঘাট, তিনসুকিয়া, শিবসাগর, বঙাইগাঁও, নগাঁও, শোণিতপুর-সহ বিভিন্ন জেলায়। ডিব্রুগড়ে পুলিশের সঙ্গে সং'ঘ'র্ষে জ'খ'ম হন বহু ছাত্রছাত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে