শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৮:৫৭

বিজেপিকে ভোট দিয়ে বি'পদ আমরাই ডেকে এনেছি, মা'শুল আমাদেরই গুণতে হবে : অনুরাগ

বিজেপিকে ভোট দিয়ে বি'পদ আমরাই ডেকে এনেছি, মা'শুল আমাদেরই গুণতে হবে : অনুরাগ

বিনোদন ডেস্ক : সম্প্রতি নাগরিকত্ব সং'শো'ধ'নী বিল পাশ করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 

এই বিলের বি'রু'দ্ধে প্র'তিবা'দে নেমেছে উত্তর-পূর্বের একাধিক রাজ্য। অ'গ্নিগ'র্ভ আসাম, ত্রিপুরা। এই বি'তর্কি'ত বিল নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। 

অনুরাগের বক্তব্য, '‌এই বি'পদ আমরাই ডেকে এনেছি। তাই এই ভুলের মাশুল আমাদেরই গুণতে হবে।'‌ কাশ্যপকে বহুবার বিভিন্ন বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। সরকারের বি'রু'দ্ধে ক্ষো'ভ প্রকাশ করেছেন বিভিন্ন ইস্যুতে। 

এবারও মুম্বাইয়ে একটি ইভেন্টে এক সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, '‌নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে, এই নিয়ে আমার প্রতিক্রিয়া জানতে চান? আমার প্রতিক্রিয়া হল, কেন ও কী ভাবে!‌ এটা থামবে না। চলতেই থাকবে। আসলে আমরাই তো ভোট দিয়ে এই বি'প'দ ডেকে এনেছি। এখন আমাদেরই এই ভু'লের মাশুল গু'ণতে হবে।

বলিউড পরিচালক বলেন, 'আমরা এগুলো দেখেই যাব। আমি তো কিছু বলাই ব'ন্ধ করে দিয়েছি। আমাদের হয় বিষয়টায় পুরোপুরি ঢুকতে হবে, নয়ত যা হচ্ছে হতে দিতে হবে। আমাদের এই ঘটনাগুলো ঘটতে দিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারব, এটা যেকোনও মানুষের সঙ্গে হতে পারে। তা হলেই সমাজে পরিবর্তন আসবে।'‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে