শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:১২:৩২

সালমান খানের বান্দ্রার বাড়িতে বো'মা, ফাটতে পারে যেকোনও মুহূর্তে!

সালমান খানের বান্দ্রার বাড়িতে বো'মা, ফাটতে পারে যেকোনও মুহূর্তে!

বিনোদন ডেস্ক : বো'মা রয়েছে সালমান খানের বাড়িতে ফা'টতে পারে যে কোনও মু'হূর্তে। আ'ট'কাতে পারলে আটকে নিন। মুম্বাইয়ের বান্দ্রা থানায় এমনই একটি ইমেল পাঠিয়েছিল এক কিশোর।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে বছর ষোলোর ওই কিশোরকে আ'ট'ক করছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে নিজের পাঠানো ইমেলে ওই কিশোর লিখেছিল, মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়িতে বোমা ফিট করা রয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই সেটা ফেটে মা'রা'ত্ম'ক বি'স্ফো'রণ হবে। এরপর পুলিশকে রীতিমতো চ্যা'লে'ঞ্জ ছুঁড়ে দিয়ে ওই কিশোর লেখে, 'আ'ট'কাতে পারলে আ'টকে নিন।'

গত ৪ ডিসেম্বর এই ইমেল পাঠানো হয়েছিল বান্দ্রা থানায়। ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায় ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িতে। সেখানে পৌঁছায় বম্ব ডি'সপো'জাল টিমও। সে সময় বাড়িতে ছিলেন না সালমান। পুলিশকর্মীরা দ্রুত খালি করে দেয় বাড়ি। 

বের করে আনা হয় সালমানের বাবা-মা সেলিম খান, সালমা খান এবং বোন অর্পিতাকে। এরপর শুরু হয় ত'ল্লা'শি। ঘণ্টা চারেক ধরে হ'ন্যা হয়ে চি'রু'নি ত'ল্লা'শি চালিয়েও কিছুই পায়নি পুলিশবাহিনী এবং বম্ব ডিসপোজাল টিম। এরপরেই পুলিশ বুঝতে পারে ইমেলটি ছিল সম্পূর্ণ ভু'য়ো। কেউ ইচ্ছে করে জেনেবুঝে এমন কাজ করেছে।

ইমেল প্রেরকের খোঁ'জে শুরু হয় ত'ল্লা'শি। গো'পন সূত্র ধরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পৌঁছায় মুম্বাই পুলিশের বিশেষ টিম। তবে সে সময় বাড়ি ছিল না অ'ভিযু'ক্ত কিশোর। তার দাদার সঙ্গে কথা বলে পুলিশ। খুলে বলে সমস্ত ঘটনা। থানায় গিয়ে কিশোরকে দেখা করার জন্য নোটিসও পাঠায় মুম্বাই পুলিশ। এরপর বান্দ্রা থানায় হাজির হয় অ'ভিযু'ক্ত কিশোর। ইতিমধ্যেই তার বি'রু'দ্ধে মামলা রু'জু হয়েছে। এরপর আদালতেও তোলা হবে অ'ভিযু'ক্তকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে