সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:০৪:৪৫

মাঝ রাস্তায় বাণী কাপুরের গাড়ি আটকে দিলেন একদল যুবক

মাঝ রাস্তায় বাণী কাপুরের গাড়ি আটকে দিলেন একদল যুবক

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই তাকে দেখে ছুটে আসতে শুরু করেন কয়েকজন ভক্ত। বাণী বাণী বলে চিৎকারও শুরু করে দেন তারা। গাড়ির পাশে পাশে ভক্তদের বাইক ছুটতে দেখে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। 

পরে চালককে ইশারায় কিছু বলে, গাড়ি থামিয়ে দেন বাণী কাপুর। গাড়ি থামানোর পরই ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় বাণী কাপুরকে। গাড়ির মধ্যে বসেই ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, ভক্তদের দাবি মিটিয়ে, তবেই সেখান থেকে যান বাণী কাপুর।

সম্প্রতি হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ওয়ারে অভিনয় করেন বাণী কাপুর। ওয়ার-পর পর শামশেরাতেও দেখা যাবে বাণী কাপুরকে। শামশেরায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে