মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩০:৩৪

বলিউডের পর এবার দিল্লীর জামিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের পাশে হলিউড

বলিউডের পর এবার দিল্লীর জামিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের পাশে হলিউড

বিনোদন ডেস্ক : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্র'তিবা'দের চেহারাটা ক্র'ম'শ জমাট বাঁধছে। ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের অনেকে।

এ বার পাশে দাঁড়ানোর বার্তা এল হলিউড থেকেও। জামিয়া মিলিয়ার ছাত্রছাত্রীদের সমর্থনে টুইটারে ভিডিয়ো পোস্ট করেছেন হলিউড স্টার জন কিউস্যাক। সোমবার টুইটারে করা ওই পোস্টে জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের প্রতি 'সহমর্মিতা' জানিয়েছেন কিউস্যাক। 

বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে জ'খ'ম শিক্ষার্থীদের একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। ঘটনার নি'ন্দা করেছেন ওই হলিউড অভিনেতা। একই সঙ্গে, নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের একটি প্র'তিবা'দের ছবিও পোস্ট করেছেন তিনি। জামিয়া মিলিয়ার ঘটনার তী'ব্র নি'ন্দা জানিয়েছেন বলিউডের অনেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে