বিনোদন ডেস্ক : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপরে পুলিশি নি'গ্র'হের ঘটনায় গোটা দেশ সোচ্চার হলেও মুখে কুলুপ এঁটেছেন শাহরুখ-সালমান-রণবীররা।
তবে, ঠিক সেই সময়েই এই ঘটনার মুখ খুলেছেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রাজকুমার রাওসহ বেশ কিছু অভিনেতা।
নিজের টুইটার অ্যাকাউন্টে আয়ুষ্মান লেখেন, ‘প্রত্যেকরই প্র'তিবা'দ জানানোর নৈতিক অধিকার রয়েছে। তা সত্ত্বেও যে অবস্থার মধ্য দিয়ে ছাত্রদের যেতে হচ্ছে তা খুবই দুঃ'খজনক। আমরা ভুলে যাচ্ছি, এই ভূমি মহাত্মা গাঁন্ধী, অহিং'সা এখানকার মূলমন্ত্র। গণতন্ত্রের ওপর আস্থা রাখুন।’
অভিনেতা রাজকুমার রাও-ও চুপ করে থাকেননি। তার বক্তব্য, পুলিশ ছাত্রছাত্রীদের সঙ্গে যে ব্যবহার করেছে তা কোনওমতেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি, জনগণের সম্পত্তি নষ্ট করে প্রতিবাদকেও তিনি সমর্থন করেন না বলে জানান এই অভিনেতা।
রিতেশ দেশমুখ, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নুও এই ঘটনায় গর্জে উঠেছেন। তাপসীর টুইটার অ্যাকাউন্টে এলেই দেখা যাবে জামিয়ায় পুলিশি নি'র্যা'তনের ভিডিয়োতে ভর্তি।