বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৫২:২১

এবার তাহসানের সঙ্গে পূর্ণিমা

এবার তাহসানের সঙ্গে পূর্ণিমা

বিনোদন ডেস্ক:  বর্তমান সময়ে দেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান এবার জুটি বাঁধলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে। ভালোবাসা দিবসের এখনও অনেক বাকি। তবে এ দিবস ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নাটক ও টেলিছবির কাজ। এ দিবস ঘিরে নির্মিত একটি নাটকে জুটি হলেন তাহসান খান ও পূর্ণিমা।

জানা যায়, ‘ভালো বাসাবাসি’ নামে নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। রাজধানীর উত্তরায় এর শুটিং চলছে; শেষ হবে আজ। এ ব্যাপারে পরিচালক সাগর জাহান জানান, ‘যখন আমরা কাউকে বেশি ভালোবাসি, তখন তা মাঝেমধ্যে যন্ত্রণার পর্যায়ে ঠেকে। আর সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য প্রিয় মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের ভালোবাসা পেতে গেলে অনেক সময় আশাহত হতে হয়। তখন প্রিয় মানুষটির ভালোবাসা আরও বেশি অনুভূত হয়। আর এ বিষয়টি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।’

এদিকে নাটকে আদর চরিত্রে অভিনয় করছেন তাহসান ও মিসিসিপি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। এদিকে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘নানা কারণে এ নাটকটি আমার কাছে স্পেশাল। সাগর ভাইয়ের রচনা ও পরিচালনায় প্রথম কাজ করেছি। আর তাহসান খানের সঙ্গে প্রথম অভিনয়। আশা করছি, সবকিছু মিলিয়ে ভালো কিছু হতে চলেছে।’

এ ব্যাপারে তাহসান বলেন, ‘সাগর জাহানের পরিচালনায় ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকে অভিনয় করেছি। এটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এ নাটকটিও দর্শকে মনে জায়গা করে নেবে।’ এদিকে নির্মাতা জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে