বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৭:০৩

বিজেপির আইটি সেলই ভারতে হিং'সা ছড়াচ্ছে : অভিনেত্রী রেণুকা সাহানি

বিজেপির আইটি সেলই ভারতে হিং'সা ছড়াচ্ছে : অভিনেত্রী রেণুকা সাহানি

বিনোদন ডেস্ক : রোববার প্রধানমন্ত্রীর 'পোশাক' সম্পর্কিত বি'তর্কি'ত মন্তব্যের পর ভারতজুড়ে বয়ে গিয়েছিল স'মালো'চনার ঝ'ড়। বি'রো'ধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই মন্তব্য ধ'র্মবিদ্বে'ষী এবং বি'ভা'জনমূলক। 

তবে এই অস্থির পরিস্থিতিতে পরদিনই ড্যামেজ কন্ট্রোল করতে নতুন নাগরিকত্ব বিল নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে মুখ খুলেছিলেন নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশে মোদির সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে পালটা কটাক্ষ করলেন জনপ্রিয় অভিনেত্রী তথা নবাগতা বলিউড পরিচালক রেণুকা সাহানি।

“পোশাক দেখেই বোঝা যাচ্ছে, কারা হিং'সা ছড়াচ্ছে”, রোববার এমন মন্তব্যই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সোমবার কোনও বি'ত'র্কিত মন্তব্য করা থেকে বি'র'ত থাকলেন তিনি। বরং তিনি ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে দেশবাসীকে আ'শ্ব'স্ত করেন, ভারতীয় হলে তার চিন্তার কোনও কারণ নেই। 

প্রধানমন্ত্রীর কথায়, “সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে হিং'সা'ত্মক বি'ক্ষো'ভ হচ্ছে, তা দু'র্ভা'গ্যজনক এবং গভীরভাবে ক'ষ্টদা'য়ক। বি'ত'র্ক, আলোচনা এবং বিরো'ধিতা গণতন্ত্রের অত্যাবশ্যক অঙ্গ। কিন্তু কখনওই জনগণের সম্পত্তি এবং জনগণের রোজকার জীবনযাত্রা বি'ঘ্নি'ত করে নয়।”

পাশপাশি আরও একটি টুইটে দেশবাসীকে হিং'সার পথ অনুসরণ না করে সৌহার্দ্য, ভাতৃত্ব বজায় রাখার আরজি জানিয়েছিলেন মোদি লিখেছিলেন, “কোনওরকম ভু'য়ো খবর এবং গু'জবে কান দেবেন না।” আর প্রধানমন্ত্রীর এই টুইটের পরিপ্রেক্ষিতেই ক'ড়া উত্তর দিলেন অভিনেত্রী রেণুকা।

একেবারে স্পষ্ট ভাষায় মোদিকে লিখলেন রেণুকা, "বিজেপির আইটি সেলই বেশি সংখ্যক ভুয়ো খবর এবং গুজব ছড়ানোর জন্য দা'য়ী। যা একতা, সৌভ্রাতৃত্বের বি'রো'ধী। ওদের বারণ করুন হিং'সা-ঘৃ'ণা যেন না ছড়ায়। 'টুকরে টুকরে গ্যাং' তো আপনার বিজেপিরই আইটি সেল স্যার।" 

রেণুকার এমন উত্তর মন জয় করেছে নেটিজেনদের একাংশের। প্রসঙ্গত, এর আগে এই রেণুকা সাহানিই বালাকোট এয়ার স্ট্রা'ইকের সময় মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের সামাজিক সচেতনতা নিয়ে প্রচারেও তিনি নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে অভিনেত্রীর মুখে। কিন্তু, এবার এনআরসি, নাগরিকত্ব বিল নিয়ে এই অভিনেত্রীও পিছপা হলেন না মোদিকে বিঁ'ধতে।

সোমবার প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ উ'সকা'নি দিয়ে হিং'সা ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি আশ্বাসও দিয়েছিলেন, ভারতের কোনও নাগরিক এতে ক্ষ'তিগ্র'স্ত হবেন না।

তার কথায়, “আমি দৃপ্ত কণ্ঠে আমার সহ-নাগরিকদের আশ্বস্ত করতে চাই, ভারতের কোনও ধর্মের কোনও মানুষের কোনও ক্ষ'তি এতে হবে না। এটা তাদের জন্য যারা এতদিন বিদেশে অ'ত্যাচা'রিত, কিন্তু ভারত ছাড়া অন্য কোনও দেশে যাওয়ার জায়গা নেই, এই আইন তাদের জন্য। সময় এসে গিয়েছে, আমদের এখন ঐ'ক্যব'দ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। ভ্রাতৃত্ব এবং শান্তি বজায় রাখতে হবে। আপনাদের কাছে আমার আবেদন, সবরকমের প্ররো'চনা ও অ'পপ্র'চার থেকে দূরে থাকুন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে