বিনোদন ডেস্ক: স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে মুখ খুললেন রানী।আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর মা হন রানী মুখার্জি। মা হওয়ার পর অব্যাহ'ত রেখেছেন অভিনয়। তবে মেয়ে ও সংসার সাম'লে তবেই শুটিং ফ্লোরে আসছেন রানী।
তবে মেয়েকে বড় করতে স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে বো'ঝাপড়া কেমন, এমন প্রশ্নের মু'খোমু'খি হয় রানী। আর এ নিয়ে এবার অনেক কথাই জানিয়েছেন রানী। সম্প্রতি নেহা ধুপিয়ার টকশো, নো ফিল্টার নেহায় হাজির হন রানী।
সেখানে রানী জানান, আদিরাকে বড় করার স্বামী আদিত্যের সঙ্গে মতবিরো'ধ হয় তার। যখন কোনো বাবা, মা তাদের সন্তানকে বড় করেন, তখন তাদের মধ্যে মতের অমি'ল হওয়া খুব স্বাভাবিক বলেও মনে করেন মর্দানি অভিনেত্রী।
রানী আরও জানান, আদিরা যেন বাস্তব পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, সে জন্য সবসময় তিনি নজ'র রাখেন। এ ছাড়া পুরুষের সঙ্গে তার যেকোনো তফাৎ তা মেয়েকে বোঝাতে শুরু করেন তিনি।
প্রসঙ্গত আদিরাকে ক্যামেরার সামনে আনতে চান না রানী ও আদিত্য চোপড়া। আদিরা যাতে আর পাঁচজন সাধারণ শিশুর মতো বড় হয়, সে বিষয়ে সবসময় তারা নজর রাখেন।সূত্র: জি নিউজ