বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৮:০০

দেশ এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে চলছে : নাগরিকত্ব বিল নিয়ে টুইংকেল খান্না

দেশ এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে চলছে : নাগরিকত্ব বিল নিয়ে টুইংকেল খান্না

বিনোদন ডেস্ক : 'এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে চলছি', নাগরিকত্ব বিল নিয়ে অক্ষয়-পত্নী টুইংকল খান্না। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে একদিকে যখন বিক্ষোভ, বলিউড তারকারাও মুখ খুলেছেন এই বিষয়ে। 

তবে, বলি পাড়ার ডাকসাইটে ক'জন অভিনেতার ভাবলেশহী'ন গতিক দেখে নেটদুনিয়ায় ক'টাক্ষের শি'কা'র হয়েছেন তাঁরা। তবে সে পথে হাঁটেননি অভিনেত্রী তথা লেখিকা টুইংকল। বরাবরের মতো সরকারের সমালোচনা করলেন জামিয়া কাণ্ডে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লা'ঠিচা'র্জের বি'রু'দ্ধে আওয়াজ তুললেন টুইংকল। অক্ষয়ও শাক দিয়ে মাছ ঢাকার মতো বললেন, “টুইংকলের লেখা আমি পড়ি না।”

টুইংকল লেখেন, 'যে হিং'সাত্মক পদ্ধতিতে আমাদের ছাত্রছাত্রীদের মুখ ব'ন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, সেটা খানিকটা অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে চলার মতো। আমি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের পক্ষে, যেখানে শান্তিপূর্ণভাবে থাকাই আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। ধর্ম, বর্ণ, জাত-পাত, সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে বৈষম্য সৃষ্টি করা নৈতিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী।'

স্ত্রী টুইংকলের মন্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। স্ত্রীয়ের বক্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি টুইংকলের মতো লিখতে পারি না। ও খুব ভাল লেখে। কিন্তু ওঁর লেখা আমি পড়ি না। আমাদের চিন্তাভাবনা আলদা হলেও সমতা রেখে চলি।” 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে