বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৭:২০

মা হওয়ার ঘোষণা দিলেন কৃতি স্যানন

মা হওয়ার ঘোষণা দিলেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক : বলিউডে সরোগেসি নতুন কিছু নয়। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, তুষার কাপুর, একতা কাপুর সকলেই সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন। এবার সেই পথে হাঁটতে চলেছেন নায়িকা কৃতি শ্যাননও।

কৃতির বয়স বেশি নয়। উপরন্তু বলিউডেও তাঁর বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই কৃতি এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় আপনি অবাক হতেই পারেন। তবে সত্যি বলতে কী রিল লাইফে তো নায়িকাদের কত কিছুই করতে হয়। ঠিকই বুঝেছেন। 

আসলে একজন সরোগেট মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নায়িকা কৃতি শ্যানন। ছবির নাম 'মিমি'। 'মিমি'-র শ্যুটিং শুরুও হয়ে গিয়েছে। প্রায় ৪০ শতাংশ কাজ শেষ। ছবিতে নায়িকার সঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকেও। রাজস্থানের মান্দাওয়া গ্রামে জোর কদমে চলছে লক্ষ্ণণ উটেকর পরিচালিত 'মিলি'-র শ্যুটিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে