বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন সৃজিত মুর্খাজী। তার বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। স্ত্রী মিথিলা বাংলাদেশের মেয়ে। এক পার্টিতে তাদের আলাপ। তারপর শুরু তাদের প্রেম। টলিউডে সৃজিতের প্রেম নিয়ে গসিপ তো কম হয়নি।
অনেক নায়িকার সঙ্গে তার লিঙ্ক আপ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মিথিলাতে মন মজে যায় পরিচালকের। মিথিলার আগে পক্ষের মেয়ে রয়েছে। তার সঙ্গে সৃজিতের সম্পর্ক বেশ মধুর। বিয়ের দিন তাকে পাশে বসিয়ে ছবি তোলে সৃজিত নিজেই।
বিয়ের পর দু'জনে মিলে পাড়ি দেন গ্রিস, মধুচন্দ্রিমার জন্য। সেখান থেকে নিয়মিত ছবি পোস্ট করেছেন দম্পতি। তবে এসব সেরে শ্বশুরবাড়ি পা রাখলেন সৃজিতবাবু! সেখানে নতুন জামাইকে পেয়ে প্রচুর পদ সাজিয়ে দিয়েছিলেন শাশুড়িমা।
সৃজিত নিজেই জানালেন কী ছিল মেনু। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুটকি, ডাল, কড়াইশুটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল, বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত।
সৃজিত ট্যুইটারে নিজে লিখেছেন এটাই ছিল শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভুরিভোজ। আপনাদের আগামি দিন আরও সুখের হোক, কামনা রইল। সূত্র : নিউজ ১৮