বিনোদন ডেস্ক : দাবাং থ্রি ছবিতে রোমান্স, অ্যাকশন আর ভরপুর বিনোদন নিয়ে আবার আসতে চলেছেন বলিউড মেগাস্টার সালমান খান। ভু দেবা পরিচালিত এই ছবিতে তাকে অষ্টাদশী সাই মঞ্জরেকরের সঙ্গে দেখা যাবে।
সিনেমাটির প্রচার-প্রচারণায় প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছেন ভাইজান। মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে সাংবাদিকদের সাথে এক আড্ডায় সম্প্রতি বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গ উঠে আছে।
জবাবে সালমান খান বলেন, অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। বাংলাদেশ সফর দারুণ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিনয়ী, মহান এবং অসম্ভব ব্যক্তিত্বময়ী। আর সব থেকে বড় কথা, তিনি শুধু আমাদের নয়, সবাইকেই সম্মান দিয়ে কথা বলেন। তিনি সবার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। তিনি একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তি।