ক্যান্সারজয়ী মণীষার প্রত্যাবর্তন
বিনোদন ডেস্ক : কথায় বলে, ক্যান্সার হ্যাজ নো আন্সার। মণীষা কৈরালা এই শব্দবন্ধনীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছেন। আবার তিনি ফিরতে চলেছেন রুপোলি পর্দায়। এবার তামিল ও কন্নড় থ্রিলার ছবি ‘ওরু মেলিয়া কোড়ু’-তে অভিনয় করছেন মণীষা। নতুন বছরের ২২ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এই ছবির পরিচালক এএমআর রমেশ। শোনা যাচ্ছে ছবিটি সুনন্দা পুষ্করের মৃত্যু-রহস্য অবলম্বনে তৈরি। এবেলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। মণীষা কি তা হলে সুনন্দা পুষ্করের ভূমিকায় অভিনয় করছেন? মানতে চান না ছবির পরিচালক। রমেশ জানান, অনেক আগেই তিনি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। সুনন্দা পুষ্করের মৃত্যু-রহস্যের সঙ্গে ছবির চিত্রনাট্য মিলে গেলেও, রমেশ মোটেও সুনন্দা পুষ্করের মৃত্যু দ্বারা অনুপ্রাণিত হননি। ছবিটির চিত্রনাট্য এমনই, যা শোনার পরে আর স্থির থাকতে পারেননি মণীষা। চিত্রনাট্য শোনার পরেই স্থির করে ফেলেন, এই ছবি দিয়েই সিনেমায় প্রত্যাবর্তন ঘটবে তার। তাই রাজকুমার সন্তোষীর ছবির প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি শ্যুটিংয়ের কাজে হাত দেননি। রমেশকে জানিয়েছেন, তার ছবিতেই আগে অভিনয় করবেন মণীষা। এবং নেমেও পড়েছেন ছবির শ্যুটিংয়ে। আর নায়িকার এ হেন কার্যকলাপে দারুণ খুশি রমেশ। তিনি বলেন, ‘রাজকুমার সন্তোষীর ছবি দিয়েই প্রত্যাবর্তন ঘটত মণীষার। কিন্তু আমার ছবির চিত্রনাট্য শোনার পরেই মণীষা স্থির করে ফেলেন, এই ছবিতেই আগে নামবেন।’ একটি খুনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবিটি। ছবিতে স্ত্রী মণীষাকে খুন করার জন্য সন্দেহভাজনের তালিকায় রয়েছেন স্বামী শ্যাম। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই