শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৫:৪৯

গরুর গোশত খাওয়ায় তোপের মুখে যে জবাব দিলেন সৃজিত

গরুর গোশত খাওয়ায় তোপের মুখে যে জবাব দিলেন সৃজিত

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন নির্মাতা সৃজিত মুখার্জি। মধুচন্দ্রিমা শেষে স্ত্রী মিথিলাকে নিয়ে তিনি এখন শ্বশুরবাড়িতে।

বাংলাদেশের আতিথেয়তায় সবসময়ই মু'গ্ধ সৃজিত। এবার এসেছেন জামাই হয়ে। তাই শ্বশুরবাড়ির পক্ষ থেকে যত্নের কোনো কমতি ছিল না। মাইক্রোব্লগিং সাইট টুইটারে খাবারের ছবি পোস্ট করে সৃজিত লেখেন, শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর গোশত।

কিন্তু হিন্দু ধর্মাবলম্বী হয়ে সৃজিত কেন গরুর গোশত খেলেন তা নিয়ে আ'প'ত্তি জানান এক টুইটার ব্যবহারকারী। সৃজিতের টুইটে মন্তব্য করেন, ‘হিন্দুর নামে ক'ল'ঙ্ক আপনি। আপনাকে খুব সম্মান করতাম। কিন্তু এই পোস্টটার পর থেকে আপনাকে এখন খুব ঘৃ'ণা করি। আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন।’

অবশ্য এর জবাব দিয়েছেন সৃজিত। এই নির্মাতা লিখেছেন, ‌হিন্দুধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ঋগ্বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রের কিছু শ্লোক দেব খাওয়া–দাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম, নয়ত মনে রাখবেন, বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা।‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে