শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৮:০৮

ভালোবাসার টানে ঢাকায় 'কাশ্মীরি প্রেমিকা'

ভালোবাসার টানে ঢাকায় 'কাশ্মীরি প্রেমিকা'

বিনোদন ডেস্ক : লাক্স তারকা ফারিয়া শাহরিন। মালয়েশিয়াতে পড়াশুনার পাঠ চুকিয়ে এখন অভিনয়ে সরব। এরইমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় শুরু করেছেন ধারাবাহিক নাটকেও। 

আসছে ভালোবাসা দিবসের নতুন একটি নাটকে অভিনয়ের কথা জানালেন তিনি। নাটকটির নাম 'কাশ্মীরি প্রেমিকা'। ভালোবাসার গল্প অবলম্বনে নাটকটি। যেখানে দেখা যাবে ভালোবাসার টানে ঢাকায় আসতে 'কাশ্মীরি প্রেমিকা'।

লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করবেন কাজী সাইফ আহমেদ। এতে ফারিয়া শাহরিনের বিপরীতে অভিনয় করবেন মনোজ।

নির্মাতা কাজী সাইফ জানান, ৩ ও ৪ জানুয়ারি এর শুটিং হবে ঢাকার বিভিন্ন স্থানে। প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।

নাটকটি নিয়ে ফারিয়া বলেন, ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
 
এদিকে এখন থেকে বাংলাদেশেই বসবাস করবেন বলে জানিয়েছেন ফারিয়া। নাটক-বিজ্ঞাপনে নিয়মিত কাজ করবেন বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে