রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ০১:২৪:০৮

আমি প্রতিদিন নামাজ পড়ি,কুরআনও খতম দিয়েছি: সানাই

আমি প্রতিদিন নামাজ পড়ি,কুরআনও খতম দিয়েছি: সানাই

বিনোদন ডেস্ক:  বর্তমান সময়ে মিডিয়া জগতে সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম সানাই মাহবুব। বেশ কিছুদিন আগে ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ করে আলোচনায় আসেন এই মডেল তারকা। তবে তাকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশী হয়।

প্রতিনিয়তই বাজে মন্তব্য ও সমালোচনায় বিরক্ত সানাই। সম্প্রতি এক সাক্ষাতকারে সংবাদমাধ্যমকে সানাই বলেন, ‘অনেকেই না বুঝে সমালোচনা ও বাজে মন্তব্য করেন। বিশেষ করে ফেসবুকে প্রতিনিয়তই বাজে মন্তব্য ও সমালোচনা করা হয় যা কারো জন্যই উচিত না। এবিষয়ে আমি খুবই বিরক্ত।

সানাই বলেন, মানুষ আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। অথচ আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সম্ভব না হলেও তিন চার ওয়াক্ত নামাজ পড়ি। খুব ছোট বেলায় কুরআন শরিফ খতম দিয়েছিলাম। এখন কুরআন শরিফ পড়া হয় না, কিন্তু নামাজ নিয়মিতই পড়ি। আমাকে মনে রাখতে হবে আমি একজন মু’সলিম। আর আমাকে সেভাবেই চলতে হবে।

কিন্তু সব আলোচনা-সমালোচনা কাটিয়ে চলচ্চিত্রে কাজ করেছেন। ইতিমধ্যে কয়েকটা ছবিতে কাজও শুরু করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে