বিনোদন ডেস্ক : বাবা মা শখ করে মেয়ের নাম রেখেছিলেন আলিয়া। স্কুল-কলেজের সেই নামেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু আলিয়া আডবাণী হঠাত্ই হয়ে গেলেন কিয়ারা আডবাণী। তার আসল নামের কথা ভুলেও গেলেন ফ্যানেরা। কিয়ারা নামেই পেতে থাকলেন নাম, খ্যাতি।
কিন্তু বাবা-মায়ের দেওয়া আদরের নাম বদলে কেন ফেললেন 'কবীর সিং'-এর নায়িকা? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত কারণ। বলিউডে সাফল্য পাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল আলিয়া থুড়ি কিয়ারার। কেরিয়ারের একদম শুরুর দিক তখন, ওই ২০১৩-১৪ হবে। ছোটখাটো ব্রেক মিলছে স্বপ্ন নগরীতে।
মডেলিং বা বিজ্ঞাপনের কাজ পাচ্ছেন টুকটাক। সে সময় আবার আলিয়া ভাট্টের বাজার একেবারে তুঙ্গে। জনপ্রিয়তাতেও তিনি প্রথম পাঁচে। এমন সময় এক প্রভাবশালী অভিনেতা কিয়ারাকে পরামর্শ দেন, ইন্ডাস্ট্রিতে যদি নাম করতে চাও তা হলে বদলাতে হবে নাম। একই জায়গায় দুই আলিয়া... মানাতে অসুবিধা হবে ফ্যানেদের।
সেই অভিনেতার পরামর্শেই নিজের নাম কিয়ারা রেখে দেন আলিয়া। কিন্তু এতো নাম থাকতে হঠাত্ কিয়ারা কেন? এর পিছনেও রয়েছে রহস্য। যা ফাঁ'স করেছেন অভিনেত্রী নিজেই।
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'আনজানা আনজানি'তে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। কিয়ারা নাম শুনতেই বেশ পছন্দ হয়ে গিয়েছিল আলিয়া আডবাণীর। তিনি ঠিক করেন নিজের মেয়ের নাম রাখবেন কিয়ারা। কিন্তু যখন নিজের নাম পরিবর্তন করার প্রয়োজন হল, মেয়ে অবধি আর অপেক্ষা না করে নিজেই নিজের নাম পাল্টে ফেললেন কিয়ারা।
কিন্তু কোন অভিনেতার মাথা থেকে বেরোনো আইডিয়া ছিল এই নাম পরিবর্তনের? তিনি আর কেউ নন, বলিউডের ভাইজান, সালমান খান। তিনি কিয়ারাকে পরামর্শ দিয়েছিলেন নাম পরিবর্তনের। কিন্তু আধার এবং বাকি পরিচয়পত্রে কিয়ারার নাম এখনও আলিয়াই রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই সেখানেও পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি।