সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৯:২৭

মালাইকার সঙ্গে বিচ্ছেদ ও সন্তানের দায়িত্ব প্রসঙ্গে মুখ খুললেন আরবাজ খান

মালাইকার সঙ্গে বিচ্ছেদ ও সন্তানের দায়িত্ব প্রসঙ্গে মুখ খুললেন আরবাজ খান

বিনোদন ডেস্ক : বিয়ের ১৯ বছর পার করেও ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছিল বলিউডের এক সময়কার 'হট কাপল' মালাইকা অরোরা এবং আরবাজ খানের। তাদের ছেলের তখন ১২ বছর বয়স। কিন্তু কী এমন হয়েছিল যাতে এত বছরের সম্পর্কে ইতি টানতে হয়েছিল?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে অকপট আরবাজ খান। আরবাজ জানান, বেশ কিছু বছর ধরেই বিভিন্ন কারণে তাদের সম্পর্কের গ্রাফটা ক্রমশ নীচের দিকে নামছিল। দু'জনেই চেষ্টা করেছিলেন তা ঠিক করতে, কিন্তু পারেননি। 

আরবাজের কথায়, 'যখন সন্তান বড় হয়ে যায় তখন বিচ্ছেদ ব্যাপারটা একটু হলেও জটিল হয়ে যেতে থাকে। ছেলের তখন ১২ বছর বয়স। এমনটা নয় যে ও কিছু বুঝত না। ও ভালমতোই বুঝতে পারত বাবা মায়ের মধ্যে কী হচ্ছে।'

ছেলে আরহানের কাস্টডি নিয়ে দু'জনের মধ্যে কোনও অসুবিধে হয়নি? আরবাজ বলেন, 'এ নিয়ে আমাদের মধ্যে কোনও ঝামেলাও হয়নি। দু'জনেই একই সিদ্ধান্তে এসেছিলাম যে এই বয়সে আরহানের ওর মায়ের সঙ্গেই থাকা উচিত।' 

বছর কয়েক বাদেই আরহানের বয়স ১৮ হবে। আরবাজ জানান, তখন সে নিজেই ঠিক করবে কার কাছে থাকতে চায়। মালাইকার সঙ্গে তার নিত্যদিনের অশান্তি তাদের ঘিরে থাকা মানুষদেরও বি'র'ক্তির কারণ হয়ে উঠেছিল। সেই জন্যই অনেক টা'নাপড়ে'নের পর সম্পর্ক থেকে সরে আসেন তারা।

যদিও বলি মহলের গু'ঞ্জ'ন, মালাইকার সঙ্গে অর্জুনের ঘ'নি'ষ্ঠতাই নাকি তাদের বিচ্ছে'দের অন্যতম কারণ। সে যাই হোক, বর্তমানে অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করেননা অর্জুন-মালাইকা। শোনা যাচ্ছে খুব শীঘ্র বিয়েও করবেন তারা। অন্যদিকে প্রেমিকা জর্জিয়ার সঙ্গেও জমিয়ে প্রেম করছেন আরবাজ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে