বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান ইতিমধ্যে ১১ বার হজ করেছেন। ফের হজ্বে যাওয়ার ইচ্ছা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার। মক্কা ও মদিনার প্রেমে পাগল উল্লেখ এই অভিনেতা বলেন, সুস্থ থাকলে ফের হজ্বে যাওয়ার ইচ্ছে রয়েছে।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় তার মেয়ের বাসায় বসে সাংবাদিকদের এমনই তথ্য জানিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। বর্তমানে জনপ্রিয় এই অভিনেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এ কথা জানিয়েছেন এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনা জামান।