মাহিকে নিয়ে আনন্দবাজারের খবর ভূয়া : জাজ কর্ণধার
বিনোদন ডেস্ক : বছরজুড়ে মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। সম্প্রতি বিদেশি এক গণমাধ্যম দাবি করে মাহি ও জাজের সম্পর্কের জটিলতার সমাপ্তি ঘটেছে। কিন্তু জাজের কর্ণধার আব্দুল আজিজ জানালেন, এ খবর ভিত্তিহীন।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারে সম্প্রতি ছাপা হয়, মাহি এবং জাজের পুনর্মিলনীর খবর। প্রতিবেদনে বলা হয়, মাহির দেয়া সব 'শর্ত' মেনে নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু, জাজের কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে জানান, "এগুলো ভূয়া খবর। আনন্দবাজার ভুল খবর ছেপেছে।"
মাহির দেয়া শর্তের ব্যাপারটিও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, "মাহি আমাদেরকে কোনো শর্ত দেয়নি। আর দিলেও সেটা মানা হবে না। তার সাথে আমাদের এ ব্যাপারে পেশাদারী কোনো কথাবার্তা হয়নি।"
এদিকে বেশ কয়েক বার চেষ্টা করেও মাহির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাহি-জাজ বিতর্কের সূত্রপাতটা ঘটেছিল চলতি বছরের মে মাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহির একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর, জাজ মাল্টিমিডিয়া তাকে নায়িকা হিসেবে 'বাদ' দিয়েছে বলে জানায়।
এর আগেই জানুয়ারিতে হঠাৎ মাহি ঘোষণা দিয়েছিলেন, আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, জাজের সঙ্গে মাহির শীতল যুদ্ধ চলছে। পরবর্তীতে দু পক্ষই নাকচ করে দেয় এই বিষয়টি।
মে মাসে জাজের কর্ণধার আজিজ জানান, 'অগ্নি ২' ই হতে যাচ্ছে জাজের সঙ্গে মাহির সর্বশেষ সিনেমা। জাজের পরবর্তী কোনো সিনেমাতেই আর দেখা যাবে না তাকে। ২০১২ সালে জাজের ব্যানারেই ঢাকাই সিনেমায় পা রাখেন মাহি। ‘পোড়ামন’, ‘কি দারুণ দেখতে, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অগ্নি’, ‘অনেক সাধের ময়না’, ‘ওয়ার্নিং’সহ ১২টি সিনেমা মুক্তি পেয়েছে তার, যার অধিকাংশই নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়।-বিডিনিউজ
২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস