বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান গু'রুত'র অ'সুস্থ' হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিজের ইচ্ছের কথা জানালেন এই অভিনেতা।
সম্প্রতি তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১১ বার হজ করেছি। আবারও হজে যাওয়ার ইচ্ছা আছে। আবার সুস্থ হয়ে উঠলে ফের হজ্বে যাবো।
এ্যাজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুর রহমানের তত্ত্বাবধানে আছেন। তিনি বলেন, আগে দুবার তিনি আমার অধীনে ভর্তি ছিলেন। এবার ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রো'ক করেছেন। শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভা'ইরা'ল অ্যা'টা'ক হয়েছে। শারীরিক অবস্থা খুবই দু'র্ব'ল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি।
বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন। এর আগে ২৬ এপ্রিল রাতে বাসায় অ'সু'স্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বা'সক'ষ্ট হচ্ছিল। সেই রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ'স্ত্রো'প'চার করা হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।