মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭:২৮

বলিউডে প্রথমে সবাই আমাকে রাশিয়ান দেহ ব্যবসায়ী ভাবতো : কাল্কি

বলিউডে প্রথমে সবাই আমাকে রাশিয়ান দেহ ব্যবসায়ী ভাবতো : কাল্কি

বিনোদন ডেস্ক : কাল্কি কোয়েচলিনের বলিউডের শুরুটা মোটেও সুবিধার ছিলো না। পারিবারিক ভাবে কোনও সাপোর্ট না থাকায় নানা ধরনের অ'পমা'ন কিংবা স'ম'স্যার মধ্যে পড়তে হয়েছিল কাল্কিকে। 

যার মধ্যে অন্যতম ছিল যৌ'ন হে'ন'স্থা। বারবার এই ঘটনার মু'খোমু'খি হতে হয়েছিল কাল্কিকে। বলিউডে এসেই কাজ পাননি, বহুপথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। অ'ন্তঃস'ত্ত্বা কাল্কি সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন।

তিনি জানান, আমার কাছে আট-নয় মাস কোনও কাজ ছিল না। কেউ আমাকে অভিনয়ের জন্য সিনেমাতে নিতেই চাইত না। তারপর ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে অভিনয় করি আমি। আমাকে সরাসরি কেউ যৌ'ন হে'ন'স্থা করেননি, কিন্তু অন্যভাবে করেছে কিংবা করার চেষ্টা করেছে। একজন প্রযোজক আমাকে বলেছিলেন একরাত তার স'ঙ্গে কা'টাতে। আমি তাকে মুখের উপর না বলে দিই।

যৌ'ন হে'ন'স্থা নিয়ে কাল্কি আরও জানান, আমাকে যৌ'ন হেনস্থা করা হয়েছে বারবার। যখন আমি হলিউডে গিয়েছিলাম, সেখানেও হে'ন'স্থার শি'কা'র হই। আর বলিউডে এসেই শুরুতে সবাই আমাকে ভাবে- আমি নাকি রাশিয়ান দেহ ব্যবসায়ী। আমার ডেভ-ডি সিনেমা দেখে অনেকে বলেছিলেন যে তুমি কি রাশিয়ান দেহ ব্যবসায়ী? তখন কাল্কি তাদের স্পষ্ট জানিয়ে দিতেন যে, তিনি রাশিয়ান নন, আর তাকে যা ভাবা হচ্ছে- তা ভুল। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে