মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৪:০৬

নাগরিত্ব বিল ইস্যুতে প্র'তিবা'দকারীদের এক হাত নিলেন কঙ্গনা রানাওয়াত

নাগরিত্ব বিল ইস্যুতে প্র'তিবা'দকারীদের এক হাত নিলেন কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : সোমবার সবে সবে মুক্তি পেয়েছে 'পাঙ্গা'র ট্রেলার। পরিচালক অশ্বিনি আইয়ার তিওয়ারির এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। 'পাঙ্গা'র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে নতুন নাগরিকত্ব আইনের প্র'তিবা'দকারীদের বি'রু'দ্ধে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত।

সাংবাদিকদের সামনে হাজির হয়ে কঙ্গনা বলেন, নতুন নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে প্র'তিবা'দের নামে যা হচ্ছে, তাকে কোনওভাবেই সমর্থন করেন না তিনি। কে অধিকার দিয়েছে, বাস পোড়াতে, ট্রেনে ভা'ঙচু'র করতে? একটি বাসের দাম ৭০ থেকে ৮০ লক্ষ। তাই বাস জ্বা'লি'য়ে, ভা'ঙ'চুর করে ক্ষ'তি ছাড়া কোনও লাভ নেই বলে ফুঁ'সে ওঠেন কঙ্গনা।

পাশাপাশি তিনি আরও বলেন, ভারতবর্ষে এখনও অনেক মানুষে রয়েছেন, প্রতি মুহূর্তে যারা দরিদ্রের সঙ্গে লড়াই করছেন, অপুষ্টিতে ভু'গছেন। তাই বাস জ্বা'লিয়ে বা রাস্তায় নেমে গাড়িঘোড়া ভা'ঙ'চুর করে ক্ষ'তির চেয়ে লাভের কিছু নেই বলে মনে করেন বলিউড কুইন। গণতন্ত্রের মানে এক একজনের কাছে এক একরকম। তাই গণতন্ত্রের নামে এভাবে রাস্তায় নেমে ভা'ঙ'চুর করা কখনওই উচিত নয় বলে স্পষ্ট জানান কঙ্গনা।

এসবের পাশাপাশি কঙ্গনা আরও বলেন, নাগরিকত্ব আইনের প্র'তিবা'দের নামে যেভাবে গ'ন্ডগো'ল পাকানো হচ্ছে রাস্তায় নেমে, তার বি'রু'দ্ধে রু'খে দাঁ'ড়া'নোর সময় এবার এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্রুত এর সমাধনা করতে হবে বলেও মত প্রকাশ করেন কঙ্গনা। সূত্র : জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে