বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০:০৬

আগে মানুষের নিরাপত্তা, তারপর দাবাং থ্রি: সালমান খান

আগে মানুষের নিরাপত্তা, তারপর দাবাং থ্রি: সালমান খান

বিনোদন ডেস্ক : দাবাং সিরিজের নতুন ছবি দাবাং থ্রি ছবিটি এরই মধ্যে ১০০ কোটির বেশি আয় করে ফেলেছে। তবে প্রত্যাশা অনুযায়ী আয়ের মুখ দেখেনি ছবিটি। বিষয়টি স্বীকার করে নিয়েছেন ছবির নায়ক সালমান খান।

নাগরিকত্ব আইন নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বি'ক্ষো'ভ চলছে। উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি করায় রাজ্যটি থেকে আয় হয়নি। সালমান বলেছেন, উত্তর প্রদেশ থেকে অর্থ উঠে আসেনি। দর্শকরা হলে যাবে, ছবিটি দেখবে। তবে আগে মানুষের নিরাপত্তা, তারপর দাবাং থ্রি। অন্যান্য রাজ্যে ছবিটি বেশ ভালো করেছে। 

দাবাং থ্রি ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জেরকার ও কিচ্চা সুদীপ। সালমান আরও বলেন, এই দু'র্যো'গের সময়ে দাবাং থ্রি উল্লেখযোগ্যভাবে ভালো করেছে। সব কৃতিত্ব ভক্তদের। তারা থিয়েটারে যাওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে