বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৩:০০

ভালোটুকুই রেখেছি, বাকিটা ভুলে গিয়েছি: তাহসান

ভালোটুকুই রেখেছি, বাকিটা ভুলে গিয়েছি: তাহসান

বিনোদন ডেস্ক: চলতি বছরটা কারও কারও কাছে প্রতিকূলে থাকলেও জনপ্রিয় তারকা তাহসান খান এ বছরের হিসেব মিলিয়ে বলছেন, ২০১৯ সালে তাকে অনেক কিছু দিয়েছে। তার ভাষায়, ‘ভালোটুকুই রেখেছি। বাকিটা ভুলে গিয়েছি।’

সম্প্রতি নিজের অফিসিয়াল ফ্যানপেজে তাহসান চলতি বছরে তার উল্লেখযোগ্য কাজের ৫১টি ছবি পোস্ট দিয়েছেন। ছবিগুলো দেখার আগে তিনি উল্লেখ করেছেন, ক্যাপশন পড়া বাধ্যতামূলক। তাহসান আরও লিখেছেন, ‘সম্ভবত আমার যতটুকু প্রাপ্য ছিল, তার চেয়ে বেশি পেয়েছি।’ ধন্যবাদ।

এদিকে তাহসানের এ পোস্টটিতে ১ লাখ ২৯ হাজার অনুসারী লাইক দেন। তাকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন ৩৬’শ এর অধিক অনুসারী এবং পোস্টটি শেয়ার হয়েছে ১৬শ। ফ্যানপেজের পোস্টটি তাহসান নিজে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। বন্ধু তালিকায় যারা ছিলেন, তারাও তাহসানকে প্রশংসায় ভাসিয়েছেন, আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে