বিনোদন ডেস্ক: মানবিক সালমান খানকে নিয়ে নতুন কিছু বলার নেই। তারপরেও কিছু প্রসঙ্গ তো এসে যায়। আজ সালমান খানের ৫৪ তম জন্মদিন। সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। ১৯৬৬ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। তার বাবা সেলিম খান একজন প্রখ্যাত চিত্রনাট্যকার। আর তার মায়ের নাম সালমা খান।
১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। তবে কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন সাল্লু। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।
জন্মদিন উপলক্ষে সালমান শুভেচ্ছায় ভাসছেন। জন্মদিনের বার্তার সঙ্গেই বিয়িং হিউমান ডে থেকে একটি ভি'ডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সালমান খান একটি ক্ষেতের মধ্যে টিউব ওয়েল পেয়ে নিজেই চেপে পানি পান করছেন। এরপর ক্ষেতের মাঝখানে পাহারাদার পরিবারের সঙ্গে কথা বলেন। ক্ষেতের একটি শস্য সালমান খান নিয়ে খেতে শুরু করেন। ভি'ডিওটি রিটুইট হয়েছে বহুবার।
ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে সালমান খান যিনি তারকা হয়েও সহজেই মর্তে নেমে আসতে পারেন, তিনি জনগনের মেগাস্টার। জীবনের ৫৩ বসন্ত পার করে ফেলেছেন সালমান। নানা সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো জীবন সঙ্গিনী বেছে নেননি তিনি। কবেই বা বলিউড ‘ভাইজান’ বিয়ের পিঁড়িতে বসবেন, সবসময় তা জানার অপেক্ষায় থাকেন সালমান ভক্তরা।